লা লিগায় মালিক হলেন সেই রোনালদো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৩ এএম, ০৫ সেপ্টেম্বর ২০১৮
লা লিগায় মালিক হলেন সেই রোনালদো

রিয়েল ভালাদোলিদ ক্লাবের ৫১ শতাংশ শেয়ার কিনলেন ব্রাজিলের সাবেক ফুটবল তারকা রোনালদো।‌ লা লিগার এই ক্লাবের সংখ্যাগরিষ্ঠ শেয়ারের মালিক এখন এই ব্রাজিলীয়। তবে তিনি ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে কার্লোস সুয়ারেজকেই রেখে দিয়েছেন। রোনালদো থাকবেন বোর্ড অফ ডিরেক্টরের প্রেসিডেন্ট হিসেবে।

সংখ্যাগরিষ্ঠ শেয়ারের মালিক হওয়ার পরই রোনাল্ডো বলেছেন, ‘‌ইচ্ছা ও ক্ষুধা যতক্ষণ থাকবে, ততক্ষণ আমরা উন্নতির রাস্তায় হাঁটব এ ব্যাপারে নিশ্চিত। সেই পথেই হাঁটতে চাই। লড়াকু মানসিকতা, স্বচ্ছতা, বিপ্লব এবং সামাজিকতা, এই চারটি শব্দই আমাদের প্রেরণা। রিয়েল ভালাদোলিদকে আমি ভালবাসি, তার প্রমাণ আপনারা প্রতিদিন পাবেন।’‌

বোর্ড অফ ডিরেক্টরে রোনালদোকে স্বাগত জানিয়েছেন সুয়ারেজ। তিনি বলেছেন, ‘‌জুলাইয়ের শেষ দিক থেকে রোনালদোর সঙ্গে আলোচনা শুরু হয়। শুধু টাকার জন্য ক্লাব শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে, এমন নয়। কিন্তু রোনালদোর উপস্থিতি ক্লাবকে নতুন দিশা দেখাবে।’‌

এর আগেও রোনালদো মোটরস্পোর্ট গ্রুপ এ ওয়ান টিম ব্রাজিল, স্পোর্টস মার্কেটিং ফার্ম এবং উত্তর যুক্তরাষ্ট্র সকার লিগ ক্লাব ফোর্ট লাউডারডেল স্ট্রাইকার্সের শেয়ার কিনেছেন। যুক্তরাষ্ট্র ও চীনে ‘‌রোনাল্ডো অ্যাকাডেমি’‌ প্রতিষ্ঠাও করেছেন যুব ফুটবলারদের স্কুল।‌‌‌


শেয়ার করুন :


আরও পড়ুন

চতুর্থ দিন সারাদেশে ৫৩ উপজেলায় খেলা অনুষ্ঠিত

চতুর্থ দিন সারাদেশে ৫৩ উপজেলায় খেলা অনুষ্ঠিত

ভুটানকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের

ভুটানকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের

এগিয়ে, সমতায় এবং শেষ মুহূর্তে পাকিস্তানের নাটকীয় জয়

এগিয়ে, সমতায় এবং শেষ মুহূর্তে পাকিস্তানের নাটকীয় জয়

ইংল্যান্ড দল থেকে সড়ে দাঁড়ালেন স্টার্লিং

ইংল্যান্ড দল থেকে সড়ে দাঁড়ালেন স্টার্লিং