সেমিতে বাংলাদেশের কঠিন বাধা প্যালেস্টাই

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৬ এএম, ১০ অক্টোবর ২০১৮
সেমিতে বাংলাদেশের কঠিন বাধা প্যালেস্টাই

ফাইনালের স্বপ্ন নিয়ে সমুদ্রনগরী কক্সবাজারে এসেছে বাংলাদেশ। বঙ্গবন্ধু গোল্ডকাপে সেমিফাইনালের কঠিন বাধা টপকে ঢাকায় ফেরার চ্যালেঞ্জে বুধবার স্বাগতিকদের প্রতিপক্ষ প্যালেস্টাইন। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচ।

দুই দলের মাঝে র‌্যাঙ্কিংয়ে এতটাই ব্যবধান যে, ১২ অক্টোবরের ফাইনাল খেলতে হলে জামাল ভুঁইয়ার দলকে সাগর পাড়ি দেয়ার মতো কঠিন চ্যালেঞ্জেই জয়ী হতে হবে।

ফিফা র‌্যাঙ্কিংয়ে প্যালেস্টাইন ১০০ নম্বরে। বাংলাদেশের অবস্থান ১৯৩। মুখোমুখি তিন দেখায় বাংলাদেশের হার দুটিতে। একটি ম্যাচ হয়েছে ড্র। এবার তাদের মাঝে ফাইনালে তাজিকিস্তানের প্রতিপক্ষ হওয়ার লড়াই।

বাংলাদেশ কোচ জেমি ডে প্যালেস্টাইনকে সমীহ করলেও কঠিন লড়াইয়ের আভাস দিলেন, ‘ওরা আমাদের চেয়ে সবদিক থেকেই এগিয়ে। তবে মাঠের খেলায় আমরা ছেড়ে কথা বলবো না। তাদের বিপক্ষে আমাদের পরিকল্পিত ফুটবল খেলতে হবে।’

সিলেটে লাওসকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলে বাংলাদেশ। শেষ ম্যাচে ফিলিপিন্সের কাছে ১-০ গোলে হারলেও লাওস কোনো ম্যাচে না জেতায় এক জয়েই সেমির টিকিট নিয়ে কক্সবাজার আসেন বিপলু, সুফিল, জীবনরা।

টিম হোটেলে দুপুরের খাবার খেয়ে মঙ্গলবার বিজিবি মাঠে গিয়ে ঘণ্টাখানেক অনুশীলন করে বাংলাদেশ। অনুশীলনের ফাঁকে ফাঁকে চলে টিম মিটিং। অন্যদিকে একেবারেই ভাবলেশহীন দেখাল প্যালেস্টাইন দলকে। বৃষ্টিভেজা বিকেলে মিনিট দশেক অনুশীলন করেই তারা ফিরে যায় হোটেল। তার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির কোচ ডারডালি নুরুদ্দীন সাফ জানিয়ে যান, তার দলই জিতবে।

‘গত দুই ম্যাচে বাংলাদেশের খেলা আমি দেখেছি। বেশকিছু দুর্বলতাও খুঁজে পেয়েছি। সেদিক থেকে আমার দল অনেক এগিয়ে। এই ম্যাচে আমরাই জিতবো।’

বঙ্গবন্ধু গোল্ডকাপে বাংলাদেশের একমাত্র গোলদাতা বিপলু। সিলেটে হোম গ্রাউন্ডে লাওসের বিপক্ষে গোল করেন এ ফরোয়ার্ড। বিপলুর গোল উদাহরণ সৃষ্টি করেছে কক্সবাজারে।

জাতীয় দলে কক্সবাজারের চার ফুটবলার থাকায় স্থানীয়রা স্বপ্ন দেখছেন কোনো একজন লোকাল বয়’ই জিতিয়ে দেবেন ম্যাচ। বুধবারের ম্যাচের একাদশ কেমন হবে সেটি নিয়েও সমুদ্রপাড়ে নানা আলোচনা। অধিনায়ক জামাল ভুঁইয়া অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, লোকায় বয় নয়; সেরা একাদশ গড়ার ভাবনাই মুখ্য।’


শেয়ার করুন :


আরও পড়ুন

নেইমার-কাভানি দ্বন্দ্বে যোগ হয়েছে এমবাপে!

নেইমার-কাভানি দ্বন্দ্বে যোগ হয়েছে এমবাপে!

এমবাপ্পেকে ‘ফেনোমেনন’ উপাধি দিলেন নেইমার

এমবাপ্পেকে ‘ফেনোমেনন’ উপাধি দিলেন নেইমার

ব্যালন ডি'অর ২০১৮ সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

ব্যালন ডি'অর ২০১৮ সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

ড্র করেও শীর্ষে ম্যানসিটি, দুইয়ে চেলসি

ড্র করেও শীর্ষে ম্যানসিটি, দুইয়ে চেলসি