চার গোল, চার লাল কার্ডের মধ্য দিয়ে শিরোপা জিতলো আবাহনী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ২৩ নভেম্বর ২০১৮
চার গোল, চার লাল কার্ডের মধ্য দিয়ে শিরোপা জিতলো আবাহনী

খেলার ৮২ মিনিটে কেভন বেলফোর্ট ৩-১ করে আবাহানীকে এগিয়ে নেওয়ার পর পরই শুরু হয় মারামারি। ৯০ মিনিটের খেলায় ৪ গোল আর চার লাল কার্ডের মধ্য দিয়ে নবাগত বসুন্ধরা কিংসকে হারিয়ে ফেডারেশন কাপের টানা তৃতীয় শিরোপা জিতেছে আবাহনী।

শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফেডারেশন কাপের ফাইনালে প্রথমার্ধে ড্যানিয়েল কলিন্দ্রেসের গোলে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। তবে দ্বিতীয়ার্ধে তিন গোল করে ম্যাচ জিতে মাঠ ছাড়ে আবাহনী।

৫০ মিনিটে নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে চিজোবার গোলে সমতায় ফিরে আবাহানী। ৭০ মিনিটে গোল করে ২-১ ব্যবধান বাড়ান নাইজেরিয়ান স্ট্রাইকার। ৮২ মিনিটে কেভন বেলফোর্ট গোলে করে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩-১।

খেলার শেষ দিকে আক্রমণে ওঠা চিজোবাকে নাসিরউদ্দিন কনুই দিয়ে গুঁতো মারলে উত্তেজনা ছড়ায় দুই পক্ষের মধ্যে। চোট পেয়ে চিজোবা মাঠ ছাড়েন, বদলি হিসেবে মাঠে নামেন আরেক ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবন।

এরপর খেলা শুরু হতে না হতেই ফের মারমুখী হয় দুই পক্ষ। বলের নিয়ন্ত্রণ নিয়ে লড়াইয়ের এক পর্যায়ে বসুন্ধরার সুশান্ত ত্রিপুরা ও আবাহনীর জীবন পরস্পরকে আঘাত করেন। এরপরই দৌড়ে এসে ত্রিপুরাকে পেছন থেকে পিঠে লাথি মারেন আবাহনীর মামুন মিয়া।

মামুনকে লাথি মারেন বসুন্ধরার তৌহিদুল আলম সবুজ। ফলে বাহনীর নাবীব নেওয়াজ ও মামুন মিয়া এবং বসুন্ধরার সুশান্ত ত্রিপুরা ও তৌহিদুল আলম সবুজকে লালকার্ড দেখান রেফারি। খেলার বাকিটা সময় ৯ জন করে দিয়ে খেলতে হয় দুই দলকে।


শেয়ার করুন :


আরও পড়ুন

নেইমার-এমবাপেকে নিয়ে ‘বিপাকে’ পিএসজি

নেইমার-এমবাপেকে নিয়ে ‘বিপাকে’ পিএসজি

রোনালদো-জর্জিনার বিয়ের ভেন্যু চূড়ান্ত

রোনালদো-জর্জিনার বিয়ের ভেন্যু চূড়ান্ত

কোপা আমেরিকার আগে মেসিকে দলে চান ইকার্দি

কোপা আমেরিকার আগে মেসিকে দলে চান ইকার্দি

মেসি বিহীন আর্জেন্টিনার দুর্দান্ত জয়

মেসি বিহীন আর্জেন্টিনার দুর্দান্ত জয়