এ পগবাকেই উপেক্ষা করতেন মরিনহো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫২ পিএম, ০৪ জানুয়ারি ২০১৯
এ পগবাকেই উপেক্ষা করতেন মরিনহো

২০১৮ সালের শেষ মাস ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেডের সেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পেয়েছেন পল পগবা। অথচ মরিনহোর উপেক্ষার পাত্র হয়ে নিজের ক্যারিয়ারটাই হুমকির মুখে পড়ে গিয়েছিল তার।

হোসে মরিনহোর ইউনাইটেড ত্যাগের পর অন্তর্বর্তীকালীন কোচ উলে গুনার সুলশারের অধীনে নিয়মিত একাদশে জায়গা পান উপেক্ষিত ফরাসি মিডফিল্ডার পগবা। সুযোগ পেয়েই নিজেকে মেলে ধরেন এ বিশ্বকাপ বিজয়ী। ১৮ ডিসেম্বর পুর্তগীজ কোচের বিদায়ে ভাগ্য খুলে যায় তার। সুলশারের অধীনে কার্ডিফ সিটির বিপক্ষে প্রথম ম্যাচেই ডাক পান পগবা।

ওই ম্যাচে ৫-১ গোলে জয়লাভ করে ইউনাইটেড। ম্যাচে দুই গোলেই সরাসরি সহায়তা করেন ২৫ বছর বয়সি এ ফরাসি আন্তর্জাতিক। হাডার্সফিল্ডের বিপক্ষে পরবর্তী ম্যাচে পগবার দুই গোলে ভর করে ৩-১ গোলে জয়লাভ করে সুশলারের শিষ্যরা।

গত রোববার বার্নেমাউথের বিপক্ষে অনুষ্ঠিত লিগ ম্যাচে ৪-১ গোলে জয়লাভ করে ম্যানচেস্টার ইউনাইটেড। ওই ম্যাচেও জোড়া গোল করেছেন প্লে মেকার পল পগবা।

সুলশারের অধীনে বুধবার চতুর্থ লিগ ম্যাচটি খেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। রোমেলু লুকাকু ও মার্কাস রাসফোর্ডের গোলে ২-০ গোলে স্বাগতিক নিউক্যাসল ইউনাইটেডকে পরাজিত করে ইউনাইটেড। এই দুই তারকাও উপেক্ষিত ছিল মরিনহোর স্কোয়াডে।


শেয়ার করুন :


আরও পড়ুন

চার সপ্তাহের জন্য মাঠের বাইরে হোন্ডা

চার সপ্তাহের জন্য মাঠের বাইরে হোন্ডা

ইউনাইটেডে যাওয়ার খবর উড়িয়ে দিলেন আলেগ্রি

ইউনাইটেডে যাওয়ার খবর উড়িয়ে দিলেন আলেগ্রি

শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ অধিনায়ক সাউদি 

শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ অধিনায়ক সাউদি 

ব্যক্তিগত পদকের জন্য লালায়িত নন রোনালদো

ব্যক্তিগত পদকের জন্য লালায়িত নন রোনালদো