জাহিদের হ্যাটট্রিকে আরামবাগের কাছে মোহামেডানের লজ্জার হার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২৬ পিএম, ২৫ জানুয়ারি ২০১৯
জাহিদের হ্যাটট্রিকে আরামবাগের কাছে মোহামেডানের লজ্জার হার

ছবি: বাফুফে

জাহিদের হ্যাটট্রিক গোলের সুবাধে মাঝারি মানের দল হিসেবে পরিচিত আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে লজ্জার হার দেখলো মোহামেডান স্পোর্টিং লিমিটেড। আজ (শুক্রবার) বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ফুটবলে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামের আরামবাগের বিপক্ষে ৪-১ গোলে হেরেছে মোহামেডান।

প্রথমার্ধে আরামবাগ এক গোল পেলেও, মোহামেডান ছিল গোল শূন্য । ১২ মিনিটে জাহিদের গোলে এগিয়ে যায় আরামবাগ। রাজন মিয়ার বাড়ানো বলটি দেখেশুনে শুধু পোস্টে প্লেসিং করেছিলেন তিনি।

দ্বিতীয়ার্ধে হয় চার গোল। দ্বিতীয়ার্ধের শুরুতে মোহামেডানকে সমতায় ফেরান কাউসার আলি রাব্বির। বক্সের কোনায় ফ্রি কিক পায় মোহামেডান। সেখান থেকে রাব্বির উদ্দেশে ল্যান্ডিং ব্যাক পাস করলে, প্রথম স্পর্শেই জোরালো শটে বল জালে জড়িয়ে দেন। ফলে ১-১ সমতায় আসে।

কিন্তু এরপর থেকেই শুরু হয় গোল আরামবাগের গোল বন্যা। ৬৬ মিনিটে ফ্রি কিক থেকে গোল করে দলকে আবারও এগিয়ে নিয়েছেন জাহিদ। অতিরিক্ত সময়ে শেষ বাঁশি বাজার আগে ভলিতে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। এর আগে দলের তৃতীয় গোলটি করেন নাইজেরিয়ান স্ট্রাইকার ম্যাথিউ চিনেডু।


শেয়ার করুন :


আরও পড়ুন

১০ জনের সাইফের টানা দ্বিতীয় জয়

১০ জনের সাইফের টানা দ্বিতীয় জয়

নবাগত বসুন্ধরার কাছে পাত্তাই পেল না আবাহনী

নবাগত বসুন্ধরার কাছে পাত্তাই পেল না আবাহনী

৪২ ফুটবলার দেশে চার জন ব্রাজিলে

৪২ ফুটবলার দেশে চার জন ব্রাজিলে

প্রিমিয়ার লিগে জয় দিয়ে আবাহনীর শুভ সূচনা

প্রিমিয়ার লিগে জয় দিয়ে আবাহনীর শুভ সূচনা