প্রিমিয়ার লিগে আবাহনী ও রহমতগঞ্জের জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৯ এএম, ২৯ জানুয়ারি ২০১৯
প্রিমিয়ার লিগে আবাহনী ও রহমতগঞ্জের জয়

ছবি: বাফুফে

কিছুতেই জয়ের দেখা পাচ্ছে না শেখ জামাল ধানমন্ডি ক্লাব। টানা দুই ম্যাচে হারের পর এবারো পেল না পুরো তিন পয়েন্ট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে তাদের আটকে দিয়েছে রহমতগঞ্জ। সোমবার ২-২ সমতায় মাঠ ছাড়ে ২০১৫ সালের চ্যাম্পিয়নরা। তবে জয় নিয়ে মাঠ ছেড়েছে আবাহনী লিমিটেড। প্রিমিয়ার লিগে দ্বিতীয় জয় তুলে নিয়েছে ফেভারিটরা। ২-০ গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারিয়েছে তারা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম জয়ের খোঁজে নেমেছিল শেখ জামাল। কিন্তু জয় অধরা হয়েই থাকল। তবে রহমতগঞ্জ প্রথম ম্যাচে হারলেও এরপর টানা দুই ম্যাচেই ড্র করেছে পুরনো ঢাকার ক্লাবটি।

এই ম্যাচেও দাপুটে ফুটবল খেলেছে রহমতগঞ্জ। তারই পথ ধরে ম্যাচের ৮ মিনিটে এগিয়ে যায় দলটি। গোলদাতা সিও জুনাপিও। সতীর্থ রাকিবুল ইসলামের পাস থেকে বল পেয়ে গোল করেন কঙ্গোর এই ফরোয়ার্ড। অবশ্য ২০ মিনিটে সমতা ফেরাতে যাচ্ছিল শেখ জামাল। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে পারলেন না সলোমন কিং।

rahmatganj

তবে সেই ভুলের মাশুল দিতে দেরি করেন নি সলোমন। ৪০ মিনিটে গাম্বিয়ার এই ফরোয়ার্ডের গোলেই ম্যাচে ফিরে শেখ জামাল। ম্যাচের শেষ দিকে এসে দৃশ্যপট পাল্টে যায়। ৮৩ মিনিটে লুসিয়ানো ইমানুয়েল পেরেসের গোলে এগিয়ে যায় ফেভারিটরা। তবে আর্জেন্টাইন এই ফুটবলারের গোল ধরে রেখে মাঠ ছাড়া হয়নি।

ইনজুরি সময়ে আবারো সেই জুনাপিওর ম্যাজিক। তার ভাসানো ক্রসে হেড নাইজেরিয়ার ডিফেন্ডার ওসাগির (২-২)। ড্রয়ের আনন্দে মেতে উঠে রহমতগঞ্জের ফুটবলাররা।

আগের ম্যাচে বসুন্ধরা কিংসের কাছে হারের ধাক্কা সামলে উঠেছে আবাহনী। অবশ্য ভাগ্যটাও সঙ্গে ছিল তাদের। খেলার ৩০তম মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় ধানমন্ডির ক্লাবটি। বালো ফামুসা বল নিজেদের জালেই বল পাঠিয়ে দেন।

৬৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আবাহনী। গোলদাতা সানডে চিজোবা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে মুক্তিযোদ্ধা এনিয়ে তিন ম্যাচ খেলে হারল দুটিতে। আর আবাহনী তিন ম্যাচে তিন ম্যাচে দুই জয়ে পেয়েছে ৬ পয়েন্ট।


শেয়ার করুন :


আরও পড়ুন

জাহিদের হ্যাটট্রিকে আরামবাগের কাছে মোহামেডানের লজ্জার হার

জাহিদের হ্যাটট্রিকে আরামবাগের কাছে মোহামেডানের লজ্জার হার

১০ জনের সাইফের টানা দ্বিতীয় জয়

১০ জনের সাইফের টানা দ্বিতীয় জয়

নবাগত বসুন্ধরার কাছে পাত্তাই পেল না আবাহনী

নবাগত বসুন্ধরার কাছে পাত্তাই পেল না আবাহনী

প্রিমিয়ার লিগে জয় দিয়ে সাইফ স্পোর্টিংয়ের শুভ সূচনা

প্রিমিয়ার লিগে জয় দিয়ে সাইফ স্পোর্টিংয়ের শুভ সূচনা