রোনালদোর নৈপুণ্যে জুভেন্টাসের সহজ জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২৬ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৯
রোনালদোর নৈপুণ্যে জুভেন্টাসের সহজ জয়

টানা তৃতীয় ম্যাচে গোল করলেন ক্রিস্তিয়ানো রোনালদো। এ ম্যাচে শুধু গোল করেননি, একটি গোলের পাশাপাশি আরও একটি গোল করিয়েছেন। এছাড়া তৃতীয় গোলেও রয়েছে তার অবদান। পর্তুগিজ তারকার নৈপুণ্যে সাস্সুয়োলোর বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে জুভেন্টাস।

ঘরের মাঠে গত সপ্তাহটা ভালো কাটেনি জুভেন্টাসের। গত সপ্তাহে পার্মার বিপক্ষে ঘরের মাঠে দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-৩ ড্র করেছিল টানা সাতবারের লিগ শিরোপা জয়ীরা। তবে রোববার প্রতিপক্ষের মাঠে স্থানীয় সময় বিকেলে এ ৩-০ গোলের ব্যবধানে জয় তুলে নেন রোনালদোরা।

গোল করার মতো সহজ সুযোগ প্রথমে পেয়েছিল সাস্সুয়োলোই। ডিফেন্ডারের ভুলে গোলরক্ষককে একা পেয়ে গিয়েছিলেন ফিলিপ দিউরিচিচ। তবে গোলরক্ষককে কাটাতে গিয়ে ভুলটা করেন তিনি।

ম্যাচের ২৩তম মিনিটে সামি খেদিরার গোলে এগিয়ে যায় জুভেন্টাস। রোনালদোর জোরালো শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দিয়েছেন গোলরক্ষক আন্দ্রেয়া কনসিগলি। ফিরতি বল ফাঁকায় পেয়ে যান খেদিরা। আলতো শটে সহজেই জালে পাঠান এ জার্মান মিডফিল্ডার।

খেলার ৫৫ মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিল সাস্সুয়োলো। প্রতিপক্ষ থেকে উড়ে আসা বল এগিয়ে গিয়ে ক্লিয়ার করতে গেলে ঠিকভাবে করতে না পারায় এক বারে ফাঁকা পোস্ট পেয়ে গিয়েছিলেন ডমিনিকো বেরার্সি। এখানেও তার শট লক্ষ্যভেদ না করতে পারায় হতাশা বাড়ে দলটির।

৭০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। কর্নার থেকে দারুণ এক হেডে বল জালে জড়ান এ পর্তুগিজ। এ নিয়ে টানা তৃতীয় ম্যাচে গোল করলেন তিনি। চলতি আসরে সিরিএতে এটা তার ১৮তম গোল।

রোনালদোর পর ৮৬তম মিনিটে দলের তৃতীয় গোলটি করেন এমরে কান। এখানে রোনালদোর অবদান রয়েছে। রোনালদোর পাস থেকেই কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন এ মিডফিল্ডার।

এদিকে এ জয়ে ২২ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইলো জুভেন্টাস। সমান সংখ্যক ম্যাচে ১১তম স্থানে থাকা সাস্সুয়োলোর পয়েন্ট ৩০।


শেয়ার করুন :


আরও পড়ুন

মেসি খেললেও বার্সাকে রুখে দিল বিলবাও

মেসি খেললেও বার্সাকে রুখে দিল বিলবাও

ফুটবল মাঠের অন্ধ ছেলেকে ধারাবিবরণী দিচ্ছেন মা, ভিডিও ভাইরাল

ফুটবল মাঠের অন্ধ ছেলেকে ধারাবিবরণী দিচ্ছেন মা, ভিডিও ভাইরাল

পগবার জোড়া গোলে ম্যানচেস্টার ইউনাইটেডের দাপুটে জয়

পগবার জোড়া গোলে ম্যানচেস্টার ইউনাইটেডের দাপুটে জয়

আগুনে পুড়ে ব্রাজিলের ১০ তরুণ ফুটবলারের মৃত্যু

আগুনে পুড়ে ব্রাজিলের ১০ তরুণ ফুটবলারের মৃত্যু