অসন্তুষ্ট রিয়াল মাদ্রিদ বেশি নমনীয় ছিল : মরিনহো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০২ পিএম, ০৩ মার্চ ২০১৯
অসন্তুষ্ট রিয়াল মাদ্রিদ বেশি নমনীয় ছিল : মরিনহো

শনিবার বার্সেলোনার বিপক্ষে লড়াইয়ে রিয়াল মাদ্রিদের লড়াকু মেজাজের ঘাটতি ছিল বলে মন্তব্য করেছেন কোচ হোসে মরিনহো। ক্লাসিকো ম্যাচে দ্বিতীয় এই হারের কারণে বেশ চাপের মধ্যে পড়ে গেছে রিয়াল কোচ সান্তিয়াগো সোলারি।

ভবিষ্যতে সোলারির পরিবর্তিত হিসেবে রিয়ালে যোগ দিতে যাওয়া সম্ভাব্য কোচ হিসেবে যাদের নাম আলোচনায় রয়েছে তাদের একজন হচ্ছেন মরিনহো। চার দিনের মধ্যে দুটি পরাজয় রিয়াল মাদ্রিদকে ছিটেক দিয়েছে কোপা দেল রে এবং লা লীগার শিরোপা লড়াই থেকে।

মজার বিষয় হচ্ছে দুটি হারই তাদেরকে মেনে নিতে হয়েছে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে এবং সান্তিয়াগো বার্নব্যুতে। গত বুধবার কাপ ম্যাচে বার্সার কাছে ৩-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ। গতকাল লীগ ম্যাচে ফের পরস্পরের মোকাবেলায় ১-০ গোলে পরজিত হয় রিয়াল।

ইএসপিএনের বিশেষজ্ঞ ধারাভষ্যকার হিসেবে দায়িত্ব পালন করা বিয়ালের সাবেক কোচ মরিনহো বলেন, ‘আমার মতে এটি কোন সুখকর পারফর্মেন্স হতে পারে না। এটি কোন সুখি দলেরও পারফর্মেন্স হতে পারে না। এরকম একটি আত্মবিশ্বাসী দলের জন্য এটি বেমানান।

কয়েক ম্যাচে খারাপ করায় তারা এখন একটি জোনে পড়ে গেছে, বিশেষ করে কাপ ম্যাচের পর। তারা সুস্পষ্টভাবে নিচু দলে নেমে গেছে। তারা ‘এমন বড়’ ম্যাচের মেজাজকেই ধরতে পারেনি।’

মরিনহো বলেন, ‘আমি খারাপ পারফর্মেন্স বলতে পারব না। এটিকে বলা যায় নমনীয় পারফর্মেন্স। মাঝারি মানের দলের বিপক্ষে মাঝে মধ্যে আপনাকে এমন ম্যাচ খেলতে দেখা যাবে। দিন শেষে দেখা যায় ইতিবাচক ফল নিয়েই আপনি মাঠ ছাড়ছেন। কিন্তু সেরা দলের বিপক্ষে আপনাকে আরো বেশি কিছু করতে হবে। যদি জয় পেতে চান তাহলে সামের্থ্যর চেয়েও বেশি কিছু করতে হবে।’

রিয়াল মাদ্রিদের সাবেক সভাপতি রোমান কালডেরোন অবশ্য দাবি করেছিলেন যে, আসন্ন গ্রীষ্মেই রিয়ালের কোচের দায়িত্ব গ্রহণ করবেন মরিনহো। তিনি বলেন, ‘আমি নিশ্চিত তিনি ইতোমধ্যে ক্লাবের সাধারণ তথ্যগুলো সংগ্রহ করেছেন। তবে আমার চেয়ে তিনি নিজেই বেশি জানেন। কারণ এ বিষয়ে আমি স্যত্যিকার অর্থে খুব বেশি কিছু জানি না।’


শেয়ার করুন :


আরও পড়ুন

সুস্থ আছে মেসি: ভালভারদে   

সুস্থ আছে মেসি: ভালভারদে  

বার্সেলোনার কাছে রিয়ালের টানা দুই হার

বার্সেলোনার কাছে রিয়ালের টানা দুই হার

হ্যামস্ট্রিং ইনজুরিতে ডি ব্রুয়েন

হ্যামস্ট্রিং ইনজুরিতে ডি ব্রুয়েন

অগাসবার্গের কাছে ডর্টমুন্ডের বিস্ময়কর হার

অগাসবার্গের কাছে ডর্টমুন্ডের বিস্ময়কর হার