নাপোলির মাঠে জুভেন্টাসের দুর্দান্ত জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৬ পিএম, ০৪ মার্চ ২০১৯
নাপোলির মাঠে জুভেন্টাসের দুর্দান্ত জয়

ছবি: এফপি

ইতালিয়ান লিগ সিরিআ’তে ম্যাচজুড়ে আধিপত্য দেখিয়ে জয় পেল জুভেন্টাস। রোববার রাতে লিগ পর্বে দ্বিতীয় স্থানে থাকা নাপোলি ১-২ গোলে হারায় রোনাল্ডোর জুভেন্টাস।

তবে ম্যাচের প্রথমার্ধের ২৬ মিনিটে নাপোলির গোলরক্ষক লালকার্ড দেখে মাঠ ছাড়ায় দল ১০ জনে পরিণত হয়। অপেক্ষাকৃত দুর্বল দলকে তাই হারাতে বেগ পেতে হয়নি দিবালাদের। ২৬ মিনিটের মাথায় গোলরক্ষককে হারিয়ে ১০ জনে পরিণত হওয়া দলটিকে মাত্র ২ মিনিট পরেই গোল হজম করতে হয়। ২৮ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে জুভেন্টাসকে ১-০ গোলের লিড এনে দেন মিরালেম পিজানিক।

তবে নাপোলির বদলি গোলরক্ষক ডেভিড ওসপিনা চমৎকার খেলেছেন। ৩৮ মিনিটে পিজানিকের শর্ট ফিরিয়ে দিয়ে নিশ্চিত গোল থেকে রক্ষা করেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি। এর ১ মিনিট বাদেই বারনারডেসচির নেয়া কর্নার থেকে হেড দিয়ে নাপোলির জালে বল জড়ান ইমার ক্যান।২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে জুভেন্টাস।

দ্বিতীয়ার্ধে এসে ৪৭ মিনিটে জুভেন্টাসের পিজানিক দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। নাপোলির মতো জুভেন্টাসও ১০ জনের দলে পরিণত হয়। এবার সুযোগটা কাজে লাগায় নাপোলি। ৬১ মিনিটে ইনসিগনির ক্রস থেকে গোল করেন ক্যালেজন। ফলে ব্যবধান দাঁড়ায় ২-১ গোলে। তবে ১ গোল নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে নাপোলিকে। দলকে আর কেউ সমতায় ফেরাতে পারেননি। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা নাপোলিকে হারিয়ে শিরোপার দৌড়ে অনেকটা এগিয়ে গেল জুভেন্টাস।

২৬ ম্যাচে ২৩ জয়ে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে জুভেন্টাস। অন্যদিকে সমানসংখ্যক ম্যাচ খেলে ৫৬ পয়েন্ট সংগ্রহ নাপোলি।


শেয়ার করুন :


আরও পড়ুন

অসন্তুষ্ট রিয়াল মাদ্রিদ বেশি নমনীয় ছিল : মরিনহো

অসন্তুষ্ট রিয়াল মাদ্রিদ বেশি নমনীয় ছিল : মরিনহো

হ্যামস্ট্রিং ইনজুরিতে ডি ব্রুয়েন

হ্যামস্ট্রিং ইনজুরিতে ডি ব্রুয়েন

চীনের সাথে পারলেন না বাংলাদেশের মেয়েরা

চীনের সাথে পারলেন না বাংলাদেশের মেয়েরা

সুস্থ আছে মেসি: ভালভারদে   

সুস্থ আছে মেসি: ভালভারদে