দায়িত্ব নিয়েই রিয়ালকে জিদানের জয় উপহার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৪ এএম, ১৭ মার্চ ২০১৯
দায়িত্ব নিয়েই রিয়ালকে জিদানের জয় উপহার

রিয়াল মাদ্রিদে পুনরায় প্রত্যাবর্তনের ম্যাচটায় প্রশ্নের জন্ম দিয়েছিলেন কোচ জিনেদিন জিদান। সোলারির কাছ থেকে দায়িত্ব পেয়ে শুরুর একাদশে এনেছেন পরিবর্তন। তাতে বরং ভুল প্রমাণিত হলেন না। লা লিগায় সেল্তা ভিগোর বিপক্ষে ২-০ গোলের সহজ জয় পেয়েছে তার দল।

লিগে জিরোনার কাছে হারের ১০ দিন পর কোপা দেল রে সেমি-ফাইনালের ফিরতি লেগে বার্সেলোনার কাছে ৩-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় রিয়াল। এর তিন দিন পর লিগে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে আবারও হারে স্বাগতিক রিয়াল। আর বের্নাবেউয়ে নিজেদের সবশেষ ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ফিরতি পর্বে ডাচ ক্লাব আয়াক্সের কাছে ৪-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় গত তিনবারের ইউরোপ চ্যাম্পিয়নরা।

মূলত টানা ওই ব্যর্থতাতেই সান্তিয়াগো সোলারির বিদায় নিশ্চিত হয়ে যায়। পরে গত রোববার লিগে রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে ৪-১ গোলে জেতা ম্যাচের পর দিন আর্জেন্টাইন কোচকে ছাঁটাই করে প্রথম মেয়াদে আড়াই বছরে দলকে টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট নয়টি শিরোপা জেতানো জিদানকে দায়িত্বে ফেরায় রিয়াল।

দ্বিতীয় মেয়াদে ফিরেই একাদশে কয়েকটি পরিবর্তন আনেন জিদান। গোলরক্ষক থিবো কোর্তোয়ার বদলে সুযোগ পান কেইলর নাভাস। ফিরেন ইসকোর মতো সোলারির অধীনে অনিয়মিত হয়ে পড়া মার্সেলোও। এছাড়া ফিরেন গত সপ্তাহে রিয়াল ভাইয়াদলিদের মাঠে ৪-১ গোলে জেতা ম্যাচের একাদশে অনুপস্থিত সের্হিও রামোস ও বেল।
ম্যাচের ষোড়শ মিনিটে প্রথম সেরা সুযোগটি পেয়েছিল লিগে নিজেদের শেষ ১১ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট পাওয়া সেল্তা ভিগো। তবে মাক্সি গোমেসেরে হেড দারুণভাবে এক হাত দিয়ে ঠেকিয়ে দেন নাভাস। পরের মিনিটেই আরেকটি আক্রমণ ফিস্ট করে ফেরান কোস্টা রিকার এই গোলরক্ষক।

২৭তম মিনিটে টনি ক্রুসের দূরপাল্লার শট ক্রসবার ঘেঁষে চলে যায়। তিন মিনিট পর বেলের ভলি ক্রসবারে বাধা পায়। কিছুক্ষণ পর রামোসের হেডও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে হতাশা বাড়ে স্বাগতিকদের।
দ্বিতীয়ার্ধের একাদশ মিনিটে দূরপাল্লার শটে বল জালে পাঠিয়েছিলেন লুকা মদ্রিচ। তবে বলের পথে থাকা রাফায়েল ভারানে অফসাইডে থাকায় ভিএআরের সাহায্যে গোল দেননি রেফারি।

অবশেষে ৬২তম মিনিটে গোলের অপেক্ষা শেষ হয় রিয়ালের। দ্রুত এগিয়ে একজনকে কাটিয়ে মার্কো আসেনসিও ডি-বক্সে বাঁ-দিকে পাস দেন। বল ধরে করিম বেনজেমা বাড়ান গোলমুখে আর ছুটে গিয়ে ডান পায়ের টোকায় দলকে এগিয়ে দেন ইসকো।

৭৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেল। মার্সেলোর পাস পেয়ে নিচু প্লেসিং শটে বল ঠিকানায় পাঠান অরক্ষিত ওয়েলস ফরোয়ার্ড। চলতি লিগে এটা তার অষ্টম গোল।
২৮ ম্যাচে ১৭ জয় ও তিন ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল।

এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৫৬।

 


শেয়ার করুন :


আরও পড়ুন

জিদান হয়ে ওঠতে পারেন রিয়ালের ত্রাতা

জিদান হয়ে ওঠতে পারেন রিয়ালের ত্রাতা

রিয়াল ছেড়েছিলাম ক্লাবের ভালোর জন্যই : জিদান

রিয়াল ছেড়েছিলাম ক্লাবের ভালোর জন্যই : জিদান

এমবাপ্পেকে ১ কোটি ৭১ লাখ টাকা জরিমানা   

এমবাপ্পেকে ১ কোটি ৭১ লাখ টাকা জরিমানা  

রিয়াল মাদ্রিদে ফিরছেন জিদান

রিয়াল মাদ্রিদে ফিরছেন জিদান