মোহামেডানের কাছে আরামবাগের হার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৭ পিএম, ১৮ মে ২০১৯
মোহামেডানের কাছে আরামবাগের হার

প্রথমপর্বে এই আরামবাগ ক্রীড়া সংঘের কাছেই এক কথায় উড়ে যায় মোহামেডান। কিন্তু ফিরতি পর্বেই নেওয়া হয়ে গেলো প্রতিশোধ। শুক্রবার (১৭ মে) ঝড়ের কারণে ম্যাচ বাতিল হলেও শনিবার (১৮ মে) ম্যাচটি আবার মাঠে গড়ায় দুই দলের। আর সে ম্যাচেই ১-০ গোলে আরামবাগকে হারায় মোহামেডান।

শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি জিতে ১৪ ম্যাচে ৩ জয় ও ৩ ড্রতে ১২ পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট টেবিলের দশম স্থানে। আর একই সংখ্যক ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে আরামবাগ আছে টেবিলের পঞ্চম স্থানে।

শুরু থেকেই বল দখলে এগিয়ে থাকে মোহামেডান। পাশাপাশি প্রতিপক্ষের উপর চাপও বজায় রাখে। ষষ্ঠ মিনিটেই গোলের সুযোগ পেয়েও হারায় সাদা-কালো জার্সিধারীরা। ষোড়শ মিনিটে এগিয়ে যায় মোহামেডান। দিয়াবাতের কাট ব্যাকে তকলিসের প্লেসিং শট চোখের পলকে জালে পৌঁছায়।

ছয় মিনিট পর আবারও সুযোগ পেলেও ডি বক্সের ভেতরে জাহিদ হাসান এমিলির শট দূরের পোস্টে লেগে ফিরলে ব্যবধান দ্বিগুণ করা সম্ভব হয়নি। ২৬তম মিনিটে সমতায় ফেরার দারুণ একটি সুযোগ নষ্ট হয় আরামবাগের।

দ্বিতীয়ার্ধের ২১তম মিনিটেও মোহামেডানের কাইসার আলি রাব্বী আরও একটি সুযোগ নষ্ট করেন। ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে মারেন মোহামেডানের এই মিডফিল্ডার।

এরপরও দুই দলই একাধিকবার গোলের সুযোগ নষ্ট করে তবে আর কোনো গোল না হওয়ায় পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।


শেয়ার করুন :


আরও পড়ুন

২০২৩ এশিয়ান কাপের স্বাগতিক হচ্ছে চীন

২০২৩ এশিয়ান কাপের স্বাগতিক হচ্ছে চীন

নারী বিশ্বকাপে ব্রাজিলের নেতৃত্বে মার্তা

নারী বিশ্বকাপে ব্রাজিলের নেতৃত্বে মার্তা

জুভেন্টাস ছাড়ছেন কোচ আলেগ্রি

জুভেন্টাস ছাড়ছেন কোচ আলেগ্রি

মেসিকে সেরা নাগরিকের স্বীকৃতি দিলো কাতালোনিয়া সরকার

মেসিকে সেরা নাগরিকের স্বীকৃতি দিলো কাতালোনিয়া সরকার