উয়েফা সুপার কাপের ফাইনালে নারী রেফারি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০৮ পিএম, ০৩ আগস্ট ২০১৯
উয়েফা সুপার কাপের ফাইনালে নারী রেফারি

প্রথম নারী রেফারি পাচ্ছে উয়েফা সুপার কাপ। আর এই রেফারি হলেন স্টেফানি ফ্র্যাপার্ট। আগামী ১৪ আগস্ট লিভারপুল-চেলসি ফাইনাল ম্যাচে রেফারির দায়িত্বে থাকবেন এ নারী। শুধু তাই নয়, মাঠে তার সহকারী রেফারি হিসেবে যারা থাকবেন তারাও নারী।

রেফারি হিসেবে ফ্র্যাপার্টের অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। তবে সেসব নারীদের টুর্নামেন্টে। সবশেষ নারী বিশ্বকাপের ফাইনালেও রেফারি ছিলেন তিনি। তবে প্রথম নারী হিসেবে এর আগে তিনি পরিচালনা করেছেন লিগ ওয়ান ম্যাচ।

আর এবার তিনি ইতিহাস গড়ছেন উয়েফা সুপার কাপের রেফারির দায়িত্ব পালনের মধ্যে দিয়ে। ম্যাচে ফ্যাপার্টের সহকারী হিসেবে থাকবেন আরও দুই নারী- ম্যানুয়েলা নিকোলসি ও মিশেল ও'নিল।

মাঠে তিন নারী ম্যাচ পরিচালনা করলেও চতুর্থ অফিসিয়াল হিসেবে থাকবেন ২০১৫ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের রেফারি কুনেত সাকির।


শেয়ার করুন :


আরও পড়ুন

একদিনে বিপিএলে দুই হ্যাটট্রিক

একদিনে বিপিএলে দুই হ্যাটট্রিক

কোহলির চোখে সবার উপরে রোনালদো

কোহলির চোখে সবার উপরে রোনালদো

বর্ণবাদী আচরণের সাজা বাড়ালো এফএ

বর্ণবাদী আচরণের সাজা বাড়ালো এফএ

নারী বিশ্বকাপে দল বাড়ালো ফিফা

নারী বিশ্বকাপে দল বাড়ালো ফিফা