এসি মিলানের নতুন কোচ পিওলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৮ পিএম, ০৯ অক্টোবর ২০১৯
এসি মিলানের নতুন কোচ পিওলি

ধুকতে থাকা ইতালিয়ান ফুটবল জায়ান্ট এসি মিলান দলের নতুন কোচ হিসেবে স্টেফানো পিওলিকে নিয়োগ দিয়েছে। ফলে মঙ্গলবার বরখাস্ত হওয়া মার্কো গিয়ামপাওলোর স্থলাভিশিক্ত হচ্ছেন পিওলি।

কোচ হিসেবে মাত্র সাত ম্যাচ দায়িত্ব পালনের পরই গিয়ামপাওলোকে বরখাস্ত করে ক্লাব কর্তৃপক্ষ। নগর প্রতিদ্বন্দ্বি ইন্টার মিলানের সাবেক বস পিওলিকে নিয়োদ দানের বিষয়টি বুধবার নিশ্চিত করেছে এসি মিলান কর্তৃপক্ষ।

ডার্বি ম্যাচে ইন্টারের কাছে ২-০ ব্যবধানেসহ সিরি এ লিগে চলতি মৌসুমে প্রথম সাতটির মধ্যে চারটিতে পরাজিত হওয়ার পর গিয়ামপাওলোকে বরখাস্ত করে এসি মিলান।

তার পরিবর্তে দলের নতুন দায়িত্ব তুলে দেওয়া হয় অতি সম্প্রতি ফিওরেন্টিনার কোচের দায়িদ্ব পালন করা পিওলিকে। মৌসুমে দুই মিলিয়ন ইউরোর বিনিময়ে দুই বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয় ৫২ বছর বয়সী পিওলিকে।


শেয়ার করুন :


আরও পড়ুন

বার্সেলোনার দুই লাল কার্ডে চটেছেন কোচ ভালভার্দে

বার্সেলোনার দুই লাল কার্ডে চটেছেন কোচ ভালভার্দে

পয়েন্ট তালিকা নিয়ে চিন্তিত নন গার্দিওয়ালা

পয়েন্ট তালিকা নিয়ে চিন্তিত নন গার্দিওয়ালা

বাংলাদেশে আসছে আর্জেন্টিনা, খেলবেন মেসি-আগুয়েরোরা

বাংলাদেশে আসছে আর্জেন্টিনা, খেলবেন মেসি-আগুয়েরোরা

ইন্টার মিলানকে হারিয়ে শীর্ষে জুভেন্টাস

ইন্টার মিলানকে হারিয়ে শীর্ষে জুভেন্টাস