করোনাভাইরাসে স্থগিত বাংলাদেশের বিশ্বকাপ বাছাই ম্যাচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ০৯ মার্চ ২০২০
করোনাভাইরাসে স্থগিত বাংলাদেশের বিশ্বকাপ বাছাই ম্যাচ

ভারত-কাতার ম্যাচ বাতিল হওয়ার পরই আশঙ্কা করা হচ্ছিল বাতিল হতে পারে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। আশঙ্কা করার কদিনের মাথায়ই বাতিল করা হলো বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ।

২৬ মার্চ (বৃহস্পতিবার) বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে আফগানিস্তানের সাথে মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে করোনাভাইরাস আতঙ্কে স্থগিত করা হলো ম্যাচটি। রোববার (৮ মার্চ) বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত তিন ব্যক্তি শনাক্ত করা হলে আজ আনুষ্ঠানিক ঘোষণা করা হয় ম্যাচ বাতিলের।

বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বে এশিয়া অঞ্চলের 'ই' গ্রুপে খেলছে বাংলাদেশ। ২৬ মার্চ আফগানিস্তানের বিপক্ষে হোম ম্যাচের পর ৩১ মার্চ দোহায় কাতারের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলার কথা ছিল। গত বছর সেপ্টেম্বরে তাজিকিস্তানের দুশানবেতে আফগানিস্তানের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচটি খেলেছিল বাংলাদেশ। একই গ্রুপে থাকা ভারত বনাম কাতারের ম্যাচটি আগেই স্থগিত করা হয়েছে। ২৬ মার্চ ভুবনেশ্বরে ম্যাচটি হওয়ার কথা ছিল।

উল্লেখ্য, এখনো পর্যন্ত বাংলাদেশসহ একশরও বেশি দেশ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যুর হার মাত্র ২.৭ শতাংশ এবং অসুস্থ আর বয়স্ক রোগিরাই মারা যাচ্ছেন। তারপরেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে সারাবিশ্বে। তাই শুধু আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিই নয়, আগামী মার্চ ও জুনে বাংলাদেশের সবগুলো ম্যাচই স্থগিত ঘোষণা করা হয়েছে। এএফসির নির্দেশনা পেয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম।

 


শেয়ার করুন :


আরও পড়ুন

খেলার মাঠে প্রাণ হারালেন ফুটবলার

খেলার মাঠে প্রাণ হারালেন ফুটবলার

বেতিসের কাছে হোঁচট খেলো রিয়াল

বেতিসের কাছে হোঁচট খেলো রিয়াল

ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেডের জয়

ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেডের জয়

দর্শকহীন মাঠে ইন্টার মিলানকে হারালো জুভেন্টাস

দর্শকহীন মাঠে ইন্টার মিলানকে হারালো জুভেন্টাস