মাঠে গড়াতে পারে লা লিগা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৭ পিএম, ২৪ এপ্রিল ২০২০
মাঠে গড়াতে পারে লা লিগা

মহামারি করোনাভাইরাসের কারণে থমকে গেছে বিশ্ব। যা থেকে বাদ পড়েনি বিশ্ব ক্রীড়াঙ্গনও। স্থগিত হয়ে গেছে বৈশ্বিক সব টুর্নামেন্ট। তাতে বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে বিশ্ব ক্রীড়াঙ্গন। এই বিপুল ক্ষতি কাটিয়ে উঠতে অনেক দেশের ক্রীড়া ফেডারেশনগুলো পুনরায় খেলা মাঠে গড়ানোর চিন্তা শুরু করেছে।

বিপুল আর্থিক ক্ষতির আশঙ্কায় ফের স্প্যানিশ লা লিগা চালু করার বিষয়ে চিন্তা-ভাবনা শুরু করেছে লিগ কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে আগামী মাসে চালু হতে পারে স্থগিতকৃত লা লিগা টুর্নামেন্ট।

লা লিগা প্রেসিডেন্ট জেভিয়ার তেবেস বলেছেন, “আমাদের মনে হচ্ছে খুব শিগগির হলে ২৮-২৯ মে লা লিগা ফের শুরু হতে পারে। সেটা অবশ্য পিছিয়ে ৬-৭ জুন হয়ে যেতে পারে। বা আরও দেরি হলে ২৮ জুনও হয়ে যেতে পারে।”

৪ মে থেকে লা লিগার দলগুলোর অনুশীলন শুরু করার কথা রয়েছে। স্প্যানিশ অ্যাসোসিয়েশন অফ ফুটবল টিম ফিজিশিয়ান্স রাফায়েল রামোস বলেছেন, “২৮-২৯ এপ্রিল লা লিগার সঙ্গে যুক্ত সবার টেস্ট করা হবে।” তিন-চার দিন পর আবার টেস্ট করা হবে বলেও জানিয়েছেন তিনি।

লা লিগা শুরু হওয়া নির্ভর করছে এই টেস্টের ফলাফলের উপরেই। জানা গিয়েছে, আর্থিক ক্ষতি এড়ানোর জন্যই দ্রুত লিগ চালুর চেষ্টা করা হচ্ছে।

স্পেনে করোনাভাইরাসের প্রকোপে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ২২ হাজারেরও বেশি মানুষ। আক্রান্ত দু’লক্ষেরও বেশি। ফলে, লা লিগা চালু করার ভাবনা কতটা যুক্তিযুক্ত, উঠছে সেই প্রশ্নও।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ইব্রার বিরুদ্ধে সতীর্থদের হত্যার হুমকির অভিযোগ

ইব্রার বিরুদ্ধে সতীর্থদের হত্যার হুমকির অভিযোগ

বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম বানাচ্ছে চীন

বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম বানাচ্ছে চীন

ক্যাম্প ন্যুর নামস্বত্ব বিক্রি করতে চায় বার্সেলোনা

ক্যাম্প ন্যুর নামস্বত্ব বিক্রি করতে চায় বার্সেলোনা

পুরো বছর বেতন কর্তনে রাজি আর্সেনালের খেলোয়াড় ও কোচ

পুরো বছর বেতন কর্তনে রাজি আর্সেনালের খেলোয়াড় ও কোচ