আবেগী টুইটে স্পন্সর পেল বার্ল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৩ এএম, ২৫ মে ২০২১
আবেগী টুইটে স্পন্সর পেল বার্ল

ছেড়া জুতার ছবি টুইট করে নিজেদের আক্ষেপের কথা তুলে ধরেছেন জিম্বাবুয়ের ক্রিকেটার রায়ান বার্ল। তিনি টুইটে বলেছেন এক স্পন্সরের থাকলে হয়তো সিরিজ শেষে জুতা ঠিক করতে কষ্ট হত না তাদের। এ টুইটে সাড়া দিয়েছে বিখ্যাত স্পোর্টস সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান পুমা।

দীর্ঘদিন ধরেই জিম্বাবুয়ে ক্রিকেটে চলছে আর্থিক দূরাবস্থা। নেই কোনো জাতীয় দল স্পন্সর, ক্রিকেটারদের আয়ও বেশ কম। তাই এক সিরিজের পর আরেক সিরিজ খেলার আগে তাদেরকে পুরানো জুতা সারাতেও বেশ বেগ পেতে হচ্ছে।

আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনে এ তথ্য বেশ পুরাতন হলেও, সে নিয়ে কখনও কারও কোনো চিন্তা ভাবনা ছিলো না। তবে, রায়ান বার্লের এক টুইটে টনক নড়েছে ক্রিকেট সংশ্লিষ্ট সকলের।

জিম্বাবুয়ের মিডল অর্ডার ব্যাটসম্যান রায়ান বার্ল তার টুইটে বলেছেন, ‘যদি আমরা একটা স্পন্সর পেতাম, তাহলে প্রতি সিরিজের আগে পুরাতন জুতা সারাতে হত না।‘

রায়ান বার্লের এ পোস্ট দেখে এগিয়ে আসে বিশ্ববিখ্যাত স্পোর্টস নির্মাতা সামগ্রী প্রতিষ্ঠান পুমা। তাঁরা বার্লের টুইটের উত্তরে জানায়, ‘তোমার জুতা সরানোর আঠা সরিয়ে রাখার সময় এসেছে। তোমার দেখভাল এখন আমরা করবো।‘

পুমাকে স্পন্সর হিসেবে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রায়ান বার্ল। আর এ বিষয়ে টুইট সাবেক ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

স্পন্সরের জন্য জিম্বাবুয়ে ক্রিকেটারের আবেগী টুইট

স্পন্সরের জন্য জিম্বাবুয়ে ক্রিকেটারের আবেগী টুইট

২৫ জনকে নিয়ে কাতার যাচ্ছে বাফুফে

২৫ জনকে নিয়ে কাতার যাচ্ছে বাফুফে

নেইমারদের হটিয়ে লিগ ওয়ানের মুকুট লিলের

নেইমারদের হটিয়ে লিগ ওয়ানের মুকুট লিলের

বেনজেমা ফিরতেই ফ্রান্সের ব্যবসা বাড়লো

বেনজেমা ফিরতেই ফ্রান্সের ব্যবসা বাড়লো