বেনজেমা ফিরতেই ফ্রান্সের ব্যবসা বাড়লো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৮ এএম, ২৪ মে ২০২১
বেনজেমা ফিরতেই ফ্রান্সের ব্যবসা বাড়লো

আন্তর্জাতিক ফুটবলের অন্যতম বড় খবর ছয় বছর পর দলে ফিরেছেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। এ খবর ছড়িয়ে পড়তেই বেনজেমা ভক্তরা কিনতে শুরু করেছেন ফ্রান্সের জার্সি। এ কারণেই বেড়েছে ফ্রান্সের জার্সি বিক্রির পরিমাণ।

ইউরো চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে দিদিয়ের দেশম দলে ডেকেছেন রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার করিম বেনজেমাকে। এরপরেই ফ্রান্সের জার্সি ব্যবসায় শুরু হয় বড় ধরনের বিপ্লব। ক্রীড়াভিত্তিক চ্যানেল ‘ইউনিস্পোর্টস’ জানিয়েছে, বেনজেমা দলে ফেরার খবরে ফ্রান্সের জার্সি বিক্রি বেড়েছে ২ হাজার ৪০০ শতাংশ।

জার্সি বিক্রির এ পরিসংখ্যান দেখেই বোঝা যায় বেনজেমাকে নিয়ে ফরাসি ফুটবল সমর্থকেদের আগ্রহ কতটা বেশি। সর্বশেষ তিন মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত পারফর্ম করার পরও জাতীয় দলের দরজা কোনো ভাবেই খুলছিলো না বেনজেমার সামনে। জাতীয় দলে উপেক্ষিত থাকার এ সময়ে দলে তার অভাব বুঝতে পারেনি ফ্রান্স দল।

বরঞ্চ বেনজেমাকে ছাড়াই ২০১৬ ইউরো চ্যাম্পিয়নশিপে ফাইনাল খেলে ফ্রান্স। এছাড়াও ২০১৮ বিশ্বকাপের শিরোপাও ঘরে তুলেছে ফ্রান্স। দলের ভালো সময়ে দুর্দান্ত ফর্মে থাকার কারণে আবারও তাকে দলে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছিলেন কোচ দেশম।

কিলিয়ান এমবাপ্পে এবং অ্যান্টিনিও গ্রিজমানের সাথে বেনজেমার ফিরে আসা দলকে আরও শক্তিশালী ​করে তুলবে বলে বিশ্বাস করে ফরাসি সমর্থকরা। দেখা যাক, বেনজেমা ক্লাব ফুটবলের ফর্ম জাতীয় দলে আনতে পারেন কিনা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ইউরো কাপে স্টেগানকে পাচ্ছে না জার্মানি

ইউরো কাপে স্টেগানকে পাচ্ছে না জার্মানি

রিয়ালের স্বপ্ন ভেঙে আ্যাথলেটিকোর শিরোপা জয়

রিয়ালের স্বপ্ন ভেঙে আ্যাথলেটিকোর শিরোপা জয়

মাঠে বসে ভিডিও কলে সুয়ারেজের কান্না, নেট দুনিয়ায় ভাইরাল

মাঠে বসে ভিডিও কলে সুয়ারেজের কান্না, নেট দুনিয়ায় ভাইরাল

ব্যর্থতার বৃত্তেই লিটন

ব্যর্থতার বৃত্তেই লিটন