স্ট্যাটাস সরিয়ে নিলেন সাকিব, পাশে থাকার অঙ্গীকার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫০ পিএম, ০৩ আগস্ট ২০১৮
স্ট্যাটাস সরিয়ে নিলেন সাকিব, পাশে থাকার অঙ্গীকার

ফাইল ফটো

সমালোচনা মুখে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে পড়াশোনায় মনোনিবেশ করে অনুরোধ জানানোর স্ট্যাটাস সরিয়ে নিয়েছেন সাকিব আল হাসান। একই সঙ্গে তিনি নতুন করে আরও একটি স্ট্যাটাস ও ভিডিও বার্তা দিয়েছে। যেখানে প্রয়োজনে শিক্ষার্থীদের এ আন্দোলনে তাকে পাশে পাওয়া যাবে বলেও অঙ্গীকার করেছেন তিনি।

নতুন স্ট্যাটাসে তিনি লেখেন, ‌‌‌‘আমার সকল ভক্তদের জানাচ্ছি যে আপনারা হয়তো আমার ব্যাক্ত করা কথায় আমাকে ভুল বুঝছেন। দয়া করে আমাকে ভুল বুঝবেন না, আমারও আপনাদের সবার মতো পরিবার আছে, যাদের নিরাপত্তা আমার কাছেও অনেক বেশি মূল্যবান।’

তিনি আরও বলেন, ‘আমি আপনাদেরই একজন, আমি সব সময় আপনাদের সাথে ছিলাম, আছি এবং কথা দিচ্ছি ভবিষ্যতেও থাকব। আমি শুধু বলতে চাই যে আপনাদের আন্দোলনকে একটি সঠিক ফলাফলে পৌঁছে দেয়ার জন্যে আমাদের সরকার কে সুযোগ দেয়া উচিত যেন সরকার খুব দ্রুত আপনাদের দাবি বাস্তবায়ন করতে পারে।’

এছাড়া ভিডিওতে তিনি বলেন, ‘আমি প্রথমে বাংলাদেশের সকল স্টুডেন্টকে ধন্যবাদ জানাতে চাই, এই যুগান্তকারী আন্দোলনের জন্য। আমি তোমাদের এ আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করছি। সেই সাথে আমি এটাও বলতে চাই, এটা শুধু শিক্ষার্থীদের দাবি হওয়া উচিৎ নয়, এটা বাংলাদেশের সকল মানুষের দাবি হওয়া উচিৎ।’

আরও পড়ুন> প্রথম স্ট্যাটাসে যা বলেছিলেন সাকিব

সাকিব বলেন, ‘আমার বাচ্চা আছে, আপনারা যারা ভিডিও দেখছেন তাদের অনেকের বাচ্চা আছে, ফ্যামিলি আছে, আমরা সবাই চাই যে আমাদের বাচ্চারা সবাই নিরাপদে রাস্তায় চলাচল করুক। সো, সেই দিক থেকে চিন্তা করলে এ দাবিটা সকলের হওয়া উচিৎ এবং আমি এ কারণেই সকল শিক্ষার্থীদের ধন্যবাদ দিতে চাই যে, তারা আমাদের পথ দেখিয়ে দিয়েছে।’

shakib

সাকিবের নতুন স্ট্যাটাস ও ভিডিও বার্তা

তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়টি সম্পর্কে খুব ভালোভাবে অবগত আছেন এবং তিনি বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন এবং করছেন। যেটা হয়তো ইমপ্লিম্যান্ট হতে একটু সময় লাগবে। আমাদের উচিৎ হবে সকল শিক্ষার্থীদের এটাই বোঝানো যে তাদের ক্লাসে ফিরে যেতে। এই দাবি যদি পূরণ না হয় এবং ভবিষ্যতে যদি এ আন্দোলন আবার করতে হয় তাহলে তোমরা আমাকে তোমাদের পাশে পাবে।’

এর আগে নিরাপদ সড়কের দাবিতের আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে পড়াশোনায় মনোনিবেশ করতে অনুরোধ জানিয়েছেন সাকিব। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল বিকর্ত শুরু হলে স্ট্যাটাসটি তিনি সরিয়ে নেন এবং নতুন করে এসব কথা বলেন।

 


শেয়ার করুন :


আরও পড়ুন

শিক্ষার্থীদের ক্লাসে ফেরার অনুরোধ জানালেন সাকিব

শিক্ষার্থীদের ক্লাসে ফেরার অনুরোধ জানালেন সাকিব

দ্রুত উইকেট হারানোই হারের কারণ : সাকিব

দ্রুত উইকেট হারানোই হারের কারণ : সাকিব

সিপিএলে খেলবেন যে ১১ পাকিস্তানি ক্রিকেটার

সিপিএলে খেলবেন যে ১১ পাকিস্তানি ক্রিকেটার

বিষাদময় বিশ্বরেকর্ডের মালিক হলেন তামিম-সৌম্য

বিষাদময় বিশ্বরেকর্ডের মালিক হলেন তামিম-সৌম্য