এসএ গেমসের স্বর্ণ পদক নিলামে তুলতে চান জনি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ০২ মে ২০২০
এসএ গেমসের স্বর্ণ পদক নিলামে তুলতে চান জনি

প্রাণঘাতি করোনাভাইরাসের সঙ্কটময় সময়ে অসহায়দের জন্য অর্থ সংগ্রহে ক্যারিয়ারের সেরা অর্জন এসএ গেমসের স্মারক নিলামে তোলার ইচ্ছে প্রকাশ করেছেন বক্সার জুয়েল আহমেদ জনি। এসএ গেমসের ইতিহাসে বক্সিং ডিসিপ্লিন এখন পর্যন্ত ৪টি স্বর্ণ এসেছে। যার একটি জনির হাত ধরে।

২০১০ ঢাকা এসএ গেমসে লাইট ওয়েট ওভার ৫৭ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জয় করেন জনি। যা তার ক্যারিয়ারে সেরা অর্জন। সেই স্বর্ণ পদকটিই নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

স্বর্ণজয়ী এ বক্সার জানান, সংবাদ মাধ্যমে দেখছি অনেক খেলোয়াড় তাদের স্মারক নিলামে তুলছেন। এটা দেখে আমারও উৎসাহ জেগেছে, আমিও তো অসহায়দের জন্য কিছু করতে পারি। এ চিন্তা থেকেই উদ্যোগটা নেওয়া।

তিনি বলেন, দু’দিন আগে চিন্তাটি মাথায় আসলেও শনিবার (২ মে) চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। তবে পদকটি কীভাবে নিলামে তোলা যায় সে বিষয়ে তিনি কিছু জানেন না।

বলেন, আমি আসলে নিলামের প্রক্রিয়া সম্পর্কে তেমন কিছু জানি না। আমাদের এখানে তো এসবের প্রচলনও ছিল না। এ জন্য সংবাদ মাধ্যমকেই আমার প্রথম জানানো। নিলাম থেকে পাওয়া অর্থ পুরোটাই অসহায়দের সাহায্যর্থে ব্যয় করবো।

করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সংগ্রহে নিলামে তোলা সাকিব আল হাসানের ২০১৯ বিশ্বকাপে ব্যবহৃত ব্যাট ২০ লাখ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া মুশফিকুর রহিম, মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মর্তুজাসহ আরও এক ঝাঁক ক্রিকেটার তাদের প্রিয় স্মারক নিলামে তোলার ঘোষণা দিয়েছেন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

বলে থুথু ব্যবহারে লাগাম টানলো অস্ট্রেলিয়া

বলে থুথু ব্যবহারে লাগাম টানলো অস্ট্রেলিয়া

ইতিহাস গড়া ম্যাচের ব্যাট নিলামে তুলছেন গিবস

ইতিহাস গড়া ম্যাচের ব্যাট নিলামে তুলছেন গিবস

নিলামে উঠছে আকবর আলীর বিশ্বকাপ জার্সি

নিলামে উঠছে আকবর আলীর বিশ্বকাপ জার্সি

রেফারি বাবুর জার্সি ২ লাখ টাকায় কিনতে চান ব্যবসায়ী তমাল

রেফারি বাবুর জার্সি ২ লাখ টাকায় কিনতে চান ব্যবসায়ী তমাল