করোনা মুক্ত হয়ে ইংল্যান্ড যাচ্ছে পাকিস্তানের তিন ক্রিকেটার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪২ এএম, ০৭ জুলাই ২০২০
করোনা মুক্ত হয়ে ইংল্যান্ড যাচ্ছে পাকিস্তানের তিন ক্রিকেটার

করোনা যেন পাকিস্তান ক্রিকেট দলের পিছুই ছাড়ছে না। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়ার আগে স্কোয়াডে থাকা ক্রিকেটারদের করোনা পরিক্ষা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে ১০ জনের ফলাফল পজেটিভ আসে।

১০ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়ায় তাদের রেখে আরও একজনকে সংযুক্ত করে ২০ জন ক্রিকেটার ও ১১ জনের কোচিং স্টাফ নিয়ে ২৮ জুন (রোববার) দেশ ছাড়ে পাকিস্তান ক্রিকেট দল। দেশে রেখে যাওয়া বাকি ১০ ক্রিকেটারকে কোয়ারেন্টাইনে পাঠায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের মেডিকেল টিম।

পরবর্তীতে দু’বার পরীক্ষায় দশ জনের মধ্যে ছয় জনের নেগেটিভ ফলাফল আসে। তাই তাদের ইংল্যান্ডে যাওয়ার অনুমতি দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বর্তমানে দলের সাথে আছেন ওই ছয়জন খেলোয়াড়। তবে বাকি চারজনকে কোয়ারেন্টাইনে পাঠায় মেডিকেল টিম। তারা হলেন, কাশিফ ভাট্টি, হায়দার আলী, ইমরান খান ও হারিস রউফ।

তবে তাদের শরীরে করোনার কোন উপসর্গ পাওয়া যায়নি। তাই এই চারজনকে দু’বার করোনা পরীক্ষা করে পিসিবি। দু’বারের পরীক্ষায় করোনা নেগেটিভ আসে ভাট্টি-হায়দার-ইমরানের। আর দু’বারের পরীক্ষায় করোনা পজিটিভ আসে হারিসের। তাই ভাট্টি-হায়দার-ইমরানকে ইংল্যান্ডে পাঠানোর ব্যবস্থা করছে পিসিবি।

ইংল্যান্ডে পৌঁছে আপাতত ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টােইনে আছে আজহার আলী-বাবর আজমরা। ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টােইন শেষে পুরোদমে অনুশীলন শুরু করবে পাকিস্তান ক্রিকেট দল। এদিকে আসন্ন এই সিরিজকে সামনে রেখে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানের কাছে ক্ষমা চাইতো ভারতীয় ক্রিকেটাররা : আফ্রিদি

পাকিস্তানের কাছে ক্ষমা চাইতো ভারতীয় ক্রিকেটাররা : আফ্রিদি

এশিয়া কাপের জন্য ঝুলে আছে টাইগারদের অনুশীলন ক্যাম্প

এশিয়া কাপের জন্য ঝুলে আছে টাইগারদের অনুশীলন ক্যাম্প

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের দল ঘোষণা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের দল ঘোষণা

ক্রিকেট ম্যাচ আয়োজনের অনুমতি দিল ইংল্যান্ড সরকার

ক্রিকেট ম্যাচ আয়োজনের অনুমতি দিল ইংল্যান্ড সরকার