ওয়ানডে সিরিজে নেই আর্চার, দেখা যাবে না আইপিএলের প্রথমাংশেও

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ২২ মার্চ ২০২১
ওয়ানডে সিরিজে নেই আর্চার, দেখা যাবে না আইপিএলের প্রথমাংশেও

ফাইল ফটো

ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের তারকা পেসার জোফরা আর্চার। এমনকি আইপিএলের ১৪তম আসরের শুরু থেকে তাকে দেখা যাবে না। কনুইয়ের ইনজুরির কারণে দীর্ঘদিন তাকে থাকতে হবে মাঠের বাইরে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সদ্য শেষ হওয়া স্বাগতিক ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সবকটিতেই খেলেছেন আর্চার। সিরিজটি ৩-২ ব্যবধানে হেরে গেছে ইংল্যান্ড। সিরিজে নিজের সর্বোচ্চ ২০ ওভারই বল করেছেন আর্চার। তবে কনুই নিয়ে তাকে সমস্যায় ভুগতে দেখা গেছে এবং ম্যাচ চলাকালীন পরিচর্যাও করেছেন তিনি।

কনুই’র ইনজুরির কারণেই ভারত সফরের শুরুতে চার ম্যাচ টেস্ট সিরিজের দু’টি মিস করেছিলেন সাসেক্সের পেসার আর্চার। এখন চিকিৎসার জন্য তাকে দেশে ফেরত পাঠানো হচ্ছে। ফলে পুনেতে হতে যাওয়া ভারতের বিপক্ষে তিন ম্যাচের সিরিজটি মিস করতে যাচ্ছেন আর্চার। পরবর্তীতে আইপিএলের শেষ দিকে রাজস্থান রয়্যালসে যোগ দিবেন তিনি।

ইসিবির বিবৃতিতে বলা হয়, ‘কনুই’র ইনজুরির চিকিৎসার জন্য দেশে ফিরে যাচ্ছেন আর্চার। টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন আর্চারের কনুই’র সমস্যাটি আরও খারাপ হয়েছে এবং পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত রাখা কঠিন চ্যালেঞ্জের ছিল। ওয়ানডে সিরিজের জন্য আর্চার ফিট নয়।’

‘ইসিবি মেডিকেল টিম তাকে পর্যবেক্ষণ করবে, তার সাথে চিকিৎসা পরিকল্পনা করবে এবং সঠিক সময়ে মাঠে ফেরার সূচি তৈরি করবে। সেই সাথে এ বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শুরুটা মিস করবে।’

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ব্যাটে-বলে দুর্দান্ত ভারত, টি-টোয়েন্টিতেও বাজিমাত

ব্যাটে-বলে দুর্দান্ত ভারত, টি-টোয়েন্টিতেও বাজিমাত

হারের ম্যাচে ইংলিশদের জরিমানা

হারের ম্যাচে ইংলিশদের জরিমানা

নতুন ইতিহাস গড়লেন সারা টেলর

নতুন ইতিহাস গড়লেন সারা টেলর

ইংল্যান্ডের সিরিজ হার, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত

ইংল্যান্ডের সিরিজ হার, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত