যুবাদের ক্রিকেট বিশ্বকাপে আমেরিকার দল ঘোষণা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪১ পিএম, ১০ জুলাই ২০২১
যুবাদের ক্রিকেট বিশ্বকাপে আমেরিকার দল ঘোষণা

আগষ্টে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্বকে সামনে রেখে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে আমেরিকা। আলি শেখ, রেহমান ধার, সাইতেজা মুক্কামাল্লা, আব্রিহাম ভালিসাম্মাগারির মতো নিয়মিত খেলোয়াড়েরা সুযোগ পেয়েছে বাছাই পর্বের দলে। ব্যাটিং শক্তির দিকে নজর দিয়েই দলটি ঘোষণা করেছে আমেরিকা ক্রিকেট বোর্ডের কর্তারা।

গত আসরে মাত্র ১৫ বছর বয়সে আমেরিকার উইকেট রক্ষকের দায়িত্ব পালন করা রাহুল ঝাড়িউলার সুযোগ মেলেনি এবারের মূল দলে, যদিও তিনি রয়েছেন রিজার্ভ দলে। মুক্কামাল্লা এবং রেহমান ধারের উপরই নির্ভর করছে আমেরিকানদের ব্যাটিং শক্তি।

দলটির পেস বোলিংয়ের মূল আকর্ষণে থাকবেন রোহান পোসানিপাল্লি। যিনি সম্প্রতি গণমাধ্যমে আলোচনায় আসেন ডেল স্টেইনের নজরে পড়ে। মূলত বোলিং অ্যাকশনের কারণে তিনি সাবেক প্রোটিয়া পেসারের নজর কাড়েন। দলটির মূল স্পিনার হিসেবে থাকছে সঞ্জয় কৃষ্ণমুর্তি।

ঘোষিত দল:
আব্রিহাম বোলিসেত্তি, আব্রিহাম ভালিসাম্মাগারি, আলি শেখ, হিশাম আলি, ইশান শর্মা, রেহমান ধার, ঋত্বিক বেহেরা, রোহান পাদকে, রোহান পোসানিপাল্লি, সাইতেজা মুকাম্মালা, সঞ্জয় কৃষ্ণমুর্তি, স্কান্দা রোহিত শর্মা, লে ভান স্টাদেন, ইয়াসির মোহাম্মদ।

রিজার্ভ দল: অজয় ইমমাদি, মিহির চিরুকোপালি, রাহুল ঝাড়িউলা, তেজাস ভিশাল

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

তাসকিন-মুজারাবানিকে আইসিসির শাস্তি

তাসকিন-মুজারাবানিকে আইসিসির শাস্তি

শ্রীলঙ্কায় করোনার হানা, পিছিয়ে গেল ভারত সিরিজ

শ্রীলঙ্কায় করোনার হানা, পিছিয়ে গেল ভারত সিরিজ

নিজেকে প্রমাণের চ্যালেঞ্জ ছিল, আলহামদুলিল্লাহ : মাহমুদউল্লাহ

নিজেকে প্রমাণের চ্যালেঞ্জ ছিল, আলহামদুলিল্লাহ : মাহমুদউল্লাহ

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট আদ্যপান্ত্য

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট আদ্যপান্ত্য