ইংল্যান্ডে ভারতীয় দলেও করোনার হানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৯ পিএম, ১৫ জুলাই ২০২১
ইংল্যান্ডে ভারতীয় দলেও করোনার হানা

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে করোনায় বিপর্যস্ত হয়ে পড়েছিল পুরো ইংল্যান্ড দল। একাধিক খেলোয়াড় করোনায় আক্রান্ত হলে বাধ্য হয়ে নতুন দল নিয়েই মাঠে নামে ইংল্যান্ড। এবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে করোনা হানা দিয়েছে ভারত শিবিরে। ইংল্যান্ডের মতো একাধিক খেলোয়াড় আক্রান্ত না হলেও ভারতীয় ক্রিকেট দলে করোনার হানার তথ্য এখন সংবাদ মাধ্যমের প্রধান শিরোনাম।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শেষ হওয়ার পর ২০ দিনের ছুটিতে বায়ো-বাবল থেকে মুক্তি দেয়া হয় ভারতীয় ক্রিকেট দলকে। আর সেই সিদ্ধান্তই যেন কাল হয়ে আসলো তাদের জন্য। ইউরোর ফাইনাল কিংবা উইম্বল্ডন কোনটিই দেখার সুযোগ হাতছাড়া করেননি তারা। আর সেই জনসমাগম থেকেই হয়তো করোনায় আক্রান্ত হয়েছেন ভারতীয় ক্রিকেটার এমনটাই ধারণা করা হচ্ছে।

ইংল্যান্ড দলে করোনা আঘাতের পর ভারতীয় দলকে সতর্ক করেছিলেন বিসিসিআই সম্পাদক জয় শাহ। কিন্তু শাহের সেই সতর্কবার্তা গুরুত্বের সাথে নেয়নি ক্রিকেটাররা। দীর্ঘদিন পর বায়ো-বাবল থেকে মুক্তি পেয়ে অবাধেই চলছিল তারা।

বিসিসিআইয়ের এক বিশেষ সূত্র ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'হ্যা একজন ক্রিকেটার করোনা পজিটিভ হয়েছে। তবে তার মাঝে করোনার কোন লক্ষণ নেই। তাকে আইসোলেশনে রাখা হয়েছে। আপাতত সে দলের সাথে ডুরহামে যাচ্ছে না।'

আগস্টের চার তারিখ থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামছে কোহলিরা। তবে তার আগে ডুরহামে আবারও বিরাট কোহলিরা বায়ো-বাবলে প্রবেশ করবেন।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

প্রাণের ক্লাব, অর্ধেক বেতনেই থাকছেন মেসি

প্রাণের ক্লাব, অর্ধেক বেতনেই থাকছেন মেসি

বসুন্ধরা কিংসেই থাকছেন রবসন

বসুন্ধরা কিংসেই থাকছেন রবসন

জামাল-তারিকদের জন্য টিকার উদ্যোগ বাফুফের

জামাল-তারিকদের জন্য টিকার উদ্যোগ বাফুফের

টোকিও অলিম্পিক ফুটবলের সূচি প্রকাশ, থাকছে ব্রাজিল-আর্জেন্টিনা

টোকিও অলিম্পিক ফুটবলের সূচি প্রকাশ, থাকছে ব্রাজিল-আর্জেন্টিনা