পাকিস্তান সফরে যাচ্ছে শ্রীলঙ্কা, নতুন করে দল ঘোষণা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৬ এএম, ১২ সেপ্টেম্বর ২০১৯
পাকিস্তান সফরে যাচ্ছে শ্রীলঙ্কা, নতুন করে দল ঘোষণা

ফাইল ছবি

নিরাপত্তা শঙ্কায় শীর্ষ ১০ খেলোয়াড় নাম প্রত্যাহার করার পরও পাকিস্তান সফরে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। পাকিস্তানের মাটিতে দেশটির বিপক্ষে সিমিত ওভারের ছয় ম্যাচের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা।

দলের শীর্ষ ১০ ক্রিকেটার না থাকায় বুধবার ঘোষিত দল অনেকটা দুর্বল শক্তির দল হয়েছে। নিয়মিত অধিনায়ক দিমুথ করুনারত্নে ও টি-২০ অধিনায়ক লাসিথ মালিঙ্গ রাজি না হওয়ায় পাকিস্তান সফরে ১৫ সদস্যের ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন লাহিরু থিরিমান্নে। এছাড়া ১৬ সদস্যের টি-২০ দলের অধিনায়কত্ব করবেন দাসুন শানাকা।

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দল বহনকারী বাসে জঙ্গি হামলার পর অধিকাংশ দলই পাকিস্তান সফর থেকে বিরত আছে। সর্বশেষ সেই শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা থাকলেও সে পর্যন্ত শীর্ষ পর্যায়ের ১০ শ্রীলঙ্কান ক্রিকেটার সফর থেকে নাম প্রত্যাহার করে নেন।

পাকিস্তান সফর থেকে নাম প্রত্যাহার করে নেওয়া অপর ১০ খেলোয়াড় হলেন- দিমুথ করুনারত্নে, লাসিথ মালিঙ্গ, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দিনেশ চান্দিমাল, সুরাঙ্গা লাকমল, থিসারা পেরেরা, আকিলা ধনঞ্জয়া, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল পেরেরা এবং নিরোশান ডিকবেলা।

এর ফলে শ্রীলঙ্কার দলের পাকিস্তান সফর নিয়ে নতুন করে দেখা দেয় শঙ্কা। তবে সব শঙ্কা পেছনে ফেলে পাকিস্তান সফরে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট দল।

শ্রীলঙ্কার ওয়ানডে দল
লাহিরু থিরিমান্নে (অধিনায়ক), দানুসকা গুনাতিলকা, সাদিরা সামারাবিক্রমা, আবিস্কা ফার্নান্দো, ওশাদা ফার্নান্দো, শেহান জয়সুরিয়া, দাসুন শানাকা, মিনোদ বানুকা, অ্যাঞ্জেলো পেরেরা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, লক্ষণ সান্দাকান, নুয়ান প্রদীপ, ইসুরু উদানা, কাসুন রাজিথা ও লাহিরু কুমারা।

টি-২০ দল
দাসুন শানাকা (অধিনায়ক), দানুসকা গুনাতিলকা, সাদিরা সামারাবিক্রমা, আবিস্কা ফার্নান্দো, ওশাদা ফার্নান্দো, শেহান জয়সুরিয়া, অ্যাঞ্জেলো পেরেরা, ভানুকা রাজাপক্ষে, মিনোদ বানুকা, লাহিরু মাদুশংকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা,লক্ষণ সান্দাকান, ইসুরু উদানা, নুয়ান প্রদীপ, কাসিন রাজিথা ও লাহিরু কুমারা।


শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তান সফরে যাবেন না মালিঙ্গাসহ শ্রীলঙ্কার ১০ ক্রিকেটার

পাকিস্তান সফরে যাবেন না মালিঙ্গাসহ শ্রীলঙ্কার ১০ ক্রিকেটার

মালিঙ্গাদের সিদ্ধান্তে ভারতীয় ‌‘ষড়যন্ত্র’ দেখছে পাকিস্তান

মালিঙ্গাদের সিদ্ধান্তে ভারতীয় ‌‘ষড়যন্ত্র’ দেখছে পাকিস্তান

টি-টোয়েন্টিতেও মালিঙ্গার ৪ বলে ৪ উইকেট

টি-টোয়েন্টিতেও মালিঙ্গার ৪ বলে ৪ উইকেট

বাংলাদেশের বিপক্ষে জয় উল্লাসে আহত মেন্ডিস

বাংলাদেশের বিপক্ষে জয় উল্লাসে আহত মেন্ডিস