লিটন দাসের ব্যাটে তৃতীয় ওয়ানডে সেঞ্চুুরি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪১ পিএম, ০৬ মার্চ ২০২০
লিটন দাসের ব্যাটে তৃতীয় ওয়ানডে সেঞ্চুুরি

ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি হাঁকালেন টাইগার ওপেনার লিটন দাস। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে পর তৃতীয় ও শেষ ম্যাচেও দাপুটে ব্যাটিং করে তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের এ তৃতীয় সেঞ্চুরি।

শুক্রবার (৬ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামেন টাইগারদের দুই ওপেনার লিটন দাস ও তামিম ইকবাল। ব্যাট হাতে নেমে সিরিজের প্রথম ম্যাচের পর তৃতীয় ম্যাচেও তুলে নেন সেঞ্চুরি।

টাইগার ওপেনার লিটন দাস আগের চেয়ে এখন অনেক পরিণত। দেখেশুনে খেলায় প্রতি ম্যাচেই বড় ইনিংস খেলার মানসিকতার পরিচয় দিচ্ছেন। ফলটাও হাতে পাচ্ছেন ডান হাতি এ ওপেনার।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে ১২৬ রানের হার না মানা এক ইনিংস খেলেছিলেন লিটন। তবে দ্বিতীয় ম্যাচে রানআউটের কবলে পড়ে ৯ রানে সাজঘরে ফেরেন তিনি। তবে তৃতীয় ওয়ানডেতে আবারও জ্বলে উঠলো লিটনের ব্যাট। তুলে নিলেন দুর্দান্ত সেঞ্চুরি।

তামিম ইকবালের সাথে ওপেনিংয়ে ব্যাট হাতে মাঠে নেমেে ১১৪ বলে সেঞ্চুরি পূরণ করেন লিটন দাস। তার এ সেঞ্চুরিতে ১৩টি চারের মার রয়েছে। এর আগে সিরিজের প্রথম ম্যাচে ১৩টি চার ও ২ ছক্কার মারে ১২৬ রান করেছিলেন তিনি।

এছাড়া ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি হাঁকান ২০১৮ সালে ভারতের বিপক্ষে। এশিয়া কাপের ফাইনালের ওই ম্যাচ ১২টি চার ও ২টি ছক্কার সমন্বয়ে প্রথমবারের মতো সেঞ্চুরি হাঁকান তিনি। তবে সেই ম্যাচটি জিততে পারেনি বাংলাদেশ। ভারতের কাছে ৩ উইকেটে হেরে গিয়েছিল বাংলাদেশ।


শেয়ার করুন :


আরও পড়ুন

জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের সীমানা ছাড়ালো বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের সীমানা ছাড়ালো বাংলাদেশ

নিজের রেকর্ড ভাঙার তালিকায় তিনজনকে দেখছেন তামিম

নিজের রেকর্ড ভাঙার তালিকায় তিনজনকে দেখছেন তামিম

রেকর্ড স্কোরের পর রেকর্ড রানে টাইগারদের জয়

রেকর্ড স্কোরের পর রেকর্ড রানে টাইগারদের জয়

ব্যাটিংয়ে আরও মনোযোগী হওয়া উচিত : লিটন

ব্যাটিংয়ে আরও মনোযোগী হওয়া উচিত : লিটন