প্রোটিয়াদের বিপক্ষে দাঁড়াতেই পারল না ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৮ পিএম, ১৩ জুন ২০২১
প্রোটিয়াদের বিপক্ষে দাঁড়াতেই পারল না ওয়েস্ট ইন্ডিজ

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। তিনদিনেই মধ্যেই ইনিংস ব্যবধানে হেরে যায় তারা। মূলত, দক্ষিণ আফ্রিকার পেসারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে অসহায় ছিল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে দারুণ খেলা কুইন্টন ডি কক পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।

সেন্ট লুসিয়ার ড্যারেন সামি ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শতরানও পার করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। এনগিদি ও নরকিয়ার বোলিং তোপে মাত্র ৯৭ রানেই অল আউট হয়ে যায় তারা। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বাধিক ২০ রান করেন জেসন হোল্ডার। এনগিদি ৫ উইকেট ও নরকিয়া শিকার করেন ৪ উইকেট।

দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে কুইন্টন ডি ককের অপরাজিত ১৪১ রানের ইনিংসে ভর করে সবকটি উইকেট হারিয়ে ৩২২ রান তোলে। ২২৫ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সুবিধা করতে ব্যর্থ হয় ব্যাটাররা।

রোস্টন চেসের ৬২ রান ব্যতীত দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের কেউই বড় স্কোর গড়তে পারেনি। দ্বিতীয় সর্বাধিক ১৪ রান করে পাওয়েল। দ্বিতীয় ইনিংসে রাবাদা ৫টি ও নরকিয়া পান ৩টি উইকেট।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিব কাণ্ডে ‌‘আন্তর্জাতিক চাপে’ বিসিবি সভাপতি

সাকিব কাণ্ডে ‌‘আন্তর্জাতিক চাপে’ বিসিবি সভাপতি

মুক্তির বছর না ঘুরতেই নিষিদ্ধ হলেন সাকিব

মুক্তির বছর না ঘুরতেই নিষিদ্ধ হলেন সাকিব

বিশ্বকাপসহ ৫টি টুর্নামেন্টে স্বাগতিক হতে চায় পাকিস্তান

বিশ্বকাপসহ ৫টি টুর্নামেন্টে স্বাগতিক হতে চায় পাকিস্তান

আম্পায়ার বিতর্ক, বিসিবির তদন্ত কমিটি গঠন

আম্পায়ার বিতর্ক, বিসিবির তদন্ত কমিটি গঠন