অস্ট্রেলিয়ার দলে দুইজনকে সহ-অধিনায়ক ঘোষণা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১৯ পিএম, ২২ জানুয়ারি ২০১৯
অস্ট্রেলিয়ার দলে দুইজনকে সহ-অধিনায়ক ঘোষণা

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন এ টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন ট্রাভিস হেড ও প্যাট কামিন্স।

সিরিজের দলে অস্ট্রেলিয়ার দলে নেই মিচেল মার্শ ও জশ হ্যাজেলউড। ফর্মে না থাকায় দল থেকে বাদ পড়েছেন মার্শ। আর ইনজুরির কারণে দলে সুযোগ হয়নি হ্যাজেলউডের।

নতুন সহ-অধিনায়ক নির্বাচন নিয়ে অস্ট্রেলিয়ার নির্বাচক ট্রেভর হন্স বলেছেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে দলের সহ-অধিনায়কত্ব করবেন হেড ও কামিন্স। যোগ্য হিসেবেই তাদের বেছে নেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, এতে দলের উপকারই হবে। টিম পাইনকে ভালোভাবেই সাহায্য করবে তারা।’

গত বছরের অক্টোবরে দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে টেস্ট অভিষেক হয় হেডের। এখন পর্যন্ত ৬ টেস্টে ৩টি হাফ-সেঞ্চুরিতে ৩৫৯ রান করেছেন তিনি। অপরদিকে ২০১১ সালে টেস্ট অভিষেকের পর অস্ট্রেলিয়ার হয়ে ১৮ টেস্টে ৮০ উইকেট নিয়ে নিজের যোগ্যতার প্রমাণ আগেই দিয়ে রেখেছেন কামিন্স।

আগামী ২৪ জানুয়ারি ব্রিসবেনে শুরু হবে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট।


শেয়ার করুন :


আরও পড়ুন

আইসিসির বর্ষসেরা একাদশে মোস্তাফিজ

আইসিসির বর্ষসেরা একাদশে মোস্তাফিজ

হ্যাটট্রিক সম্মাননায় কোহলির ইতিহাস

হ্যাটট্রিক সম্মাননায় কোহলির ইতিহাস

আইসিসির বর্ষসেরা টেস্ট একাদশে নেই কোন বাংলাদেশি

আইসিসির বর্ষসেরা টেস্ট একাদশে নেই কোন বাংলাদেশি

মাকড়সা কামড়িয়েছিল ফ্রাইলিঙ্কে

মাকড়সা কামড়িয়েছিল ফ্রাইলিঙ্কে