টি-টোয়েন্টি বিশ্বকাপ : ফাইনালের ম্যাচ অফিসিয়াল চূড়ান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৫ এএম, ১৩ নভেম্বর ২০২১
টি-টোয়েন্টি বিশ্বকাপ : ফাইনালের ম্যাচ অফিসিয়াল চূড়ান্ত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববারের (১৪ নভেম্বর) ওই ম্যাচ দিয়ে পর্দা নামবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের। শিরোপা নিশ্চিতের ওই অফিসিয়ালদের নাম চূড়ান্ত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন মারাইস এরাসমান ও রিচার্ড কেটেলব্রো। এছাড়া টিভি আম্পায়ারের দায়িত্বে নিতিন মেনন, চতুর্থ আম্পায়ার হিসেবে কুমার ধর্মসেনা এবং ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন রঞ্জন মাদুগালে।

শুক্রবার (১২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ফাইনাল ম্যাচের অফিসিয়ালদের নাম জানিয়ে দিয়েছে আইসিসি। এর আগে সর্বশেষ দুই মেসি-ফাইনালের অফিসিয়ালদের নাম জানালেও ফাইনাল ম্যাচে ফাঁকা রাখা হয়েছিল।

বুধবার (১০ নভেম্বর) টুর্নামেন্টের প্রথম সেমি-ফাইনালে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি ফরম্যাটে এটি তাদের প্রথমবারের মতো ফাইনাল নিশ্চিত করা।

আর বৃহস্পতিবার (১১ নভেম্বর) আসরের দ্বিতীয় সেমি-ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠেছে অস্ট্রেলিয়া। টানা ১১ বছর পর ফাইনালে খেলবে তারা।

ফাইনালে ওঠা নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া এখন পর্যন্ত কোন দলই টি-টোয়েন্টি ট্রফি জয় করতে পারেনি। ফলে টি-টোয়েন্টি ফরম্যাটে নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার মোট প্রাইজমানি ধরা হয়েছে ৫৬ লাখ মার্কিন ডলার। যার মধ্যে শিরোপা ঘরে তোলা দল পাবে ১৬ লাখ ডলার। আর রানাসআপ দল পাবে চ্যাম্পিয়নদের অর্ধেক ৮ লাখ মার্কিন ডলার।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

অস্ট্রেলিয়া ম্যাচের আগে আইসিইউতে ছিলেন রিজওয়ান

অস্ট্রেলিয়া ম্যাচের আগে আইসিইউতে ছিলেন রিজওয়ান

ক্যাচ মিস ম্যাচের টার্নিং পয়েন্ট মানছেন না ম্যাথু ওয়েড

ক্যাচ মিস ম্যাচের টার্নিং পয়েন্ট মানছেন না ম্যাথু ওয়েড

হাত ভেঙে ফাইনাল থেকে ছিটকে গেলেন কনওয়ে

হাত ভেঙে ফাইনাল থেকে ছিটকে গেলেন কনওয়ে

দলের অবিশ্বাস্য জয়েও উচ্ছ্বাসহীন নিশাম

দলের অবিশ্বাস্য জয়েও উচ্ছ্বাসহীন নিশাম