তিনদিনের ব্যবধানে দুই দলের কোচ ফ্লাওয়ার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫০ পিএম, ১০ মার্চ ২০২০
তিনদিনের ব্যবধানে দুই দলের কোচ ফ্লাওয়ার

ফাইল ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি কিংস ইলেভেন পাঞ্জাবের সহকারী কোচের দায়িত্ব পাবার পর সোমবার (৯ মার্চ) ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দল সেন্ট লুসিয়া জুকসের প্রধান কোচ হলেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক এন্ডি ফ্লাওয়ার। পাঞ্জাব দলের প্রধান কোচ ভারতের অনিল কুম্বলে আর তার সহকারী হিসেবে থাকছেন ফ্লাওয়ার।

পাঞ্জাব ও সেন্ট লুসিয়ার ফ্র্যাঞ্চাইজির মালিকানা একই কোম্পানির। গত মাসে জুকস তার মালিকানা বিক্রি করেছে পাঞ্জাবের মালিক কেপিএইচ ড্রিম ক্রিকেট প্রাইভেট লিমিটেডের কাছে। তাই একই মালিকানার দল হওয়ায় আইপিএলের সাথে সিপিএলের দায়িত্বও পালন করার সুযোগ পেলেন ইংল্যান্ডের সাবেক কোচ ফ্লাওয়ার।

পাঞ্জাবের পর সেন্ট লুসিয়ার দায়িত্ব পেয়ে ফ্লাওয়ার বলেন, ‘এই দলটির কোচ হতে পেরে আমি রোমাঞ্চিত। আমি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ভক্ত এবং এই দলের কোচ হিসেবে সেন্ট লুসিয়ার ভক্তদের উচ্ছ্বাসে ভাসাতে পারলে আরও ভালো লাগবে।’

২০১৬ সালে শেষবার সিপিএল নকআউট পর্বে খেলেছিলো সেন্ট লুসিয়া। প্রথমে ইংল্যান্ড দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন ফ্লাওয়ার। পরবর্তী ২০০৯ সালে ইংলিশদের প্রধান কোচ হন তিনি। ২০১৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন । তার অধীনে দেশ ও অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ জিতেছিলো ইংল্যান্ড। ২০১১ সালে আইসিসি টেস্ট র‌্যাংকিং-এ শীর্ষস্থানেও উঠেছিলো ইংল্যান্ড। এছাড়া ২০১০ সালে টি-২০ বিশ্বকাপ জিতে ইংলিশরা।

ফ্লাওয়ারকে নিয়োগ দিতে পেরে আনন্দিত পাঞ্জাবের প্রধান নির্বাহী সতীষ মেনন। তিনি বলেন, ‘ফ্লাওয়ারের মতো বিখ্যাত একজনকে পেয়ে আমি খুশি। আমরা নিশ্চিত সামনের মৌসুমটা দারুণ কাটবে।’


শেয়ার করুন :


আরও পড়ুন

সবাই ক্ষুধার্ত, বাকিদের সুযোগ হচ্ছে না : মেহেদি

সবাই ক্ষুধার্ত, বাকিদের সুযোগ হচ্ছে না : মেহেদি

ইনজুরি নিয়েও দলে পেরেরা-হাসারাঙ্গা, বাদ থিরিমান্নে

ইনজুরি নিয়েও দলে পেরেরা-হাসারাঙ্গা, বাদ থিরিমান্নে

মার্চে আর মাঠে নামা হচ্ছে না ইমরুলের

মার্চে আর মাঠে নামা হচ্ছে না ইমরুলের

কেন্দ্রীয় চুক্তিতে ৩০ জন চেয়েছিলেন টাইগাররা

কেন্দ্রীয় চুক্তিতে ৩০ জন চেয়েছিলেন টাইগাররা