শেষ মুহূর্তের গোলে সেমিফাইনালে ম্যানইউ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৩ এএম, ২৯ জুন ২০২০
শেষ মুহূর্তের গোলে সেমিফাইনালে ম্যানইউ

এফএ কাপের কোয়ার্টার ফাইনালে হ্যারি মাগুইরের শেষ মুহূর্তের গোলে নরউইচ সিটিকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ চারে নাম লেখালো ম্যানচেস্টার ইউনাইটেড। দলের হয়ে অন্য গোলটি করেন ওডিওন ইঘালো। এ জয়ে ৩০তম বারের মতো এফএ কাপের সেমিফাইনালে উঠলো রেড ডেভিলসরা।

শনিবার (২৭ জুন) রাতে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে নরউইচ সিটির মুখোমুখি হয় ম্যানচেস্টার ইউনাইটেড। খেলতে নেমে শুরু থেকেই নরউইচ সিটিকে চেপে ধরে ম্যানইউ। বল পজিশন কিংবা গোল মুখে শট, সবদিক দিয়েই এগিয়ে ছিল রেড ডেভিলসরা।

পুরো ম্যাচে নরউইচ সিটির ৩৪% বলের বিপরীতে ৬৬% বল দখলে রাখে ম্যানইউ। পুরো ম্যাচে নরউইচ সিটির গোল মুখে ৮টি শট নেয় ম্যানইউ। যেখানে ম্যানইউর গোল মুখে কেবলমাত্র একটি শট নিতে পেরেছে নরউইচ সিটি।

কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। তবে বিরতি থেকে ফিরেই গোলের দেখা পায় ম্যানইউ। ৫১তম মিনিটে ওডিওন ইঘালোর গোলে এগিয়ে যায় ম্যানইউ। তবে ৭৫তম মিনিটে নরউইচের টড ক্যান্টওয়েল গোল করে সমতা ফেরান। আর তাতেই জমিয়ে তোলেন ম্যাচ।

৮৯তম মিনিটে টিম ক্লোসে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বিপাকে পড়ে নরউইচ। তাতে দশজনের দলে পরিণত হয় নরউইচ। ১০ জন নিয়েও অতিরিক্ত সময়ে দারুণ লড়াই করে তারা। তবে হ্যারি মাগুইর শেষ মুহূর্তের (১১৮ মিনিটে) গোলে সেমিফাইনালের টিকিট পায় ম্যানইউ।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বান্ধুবীর সাথে টিকটিক করে বাদ পড়লেন ফুটবলার

বান্ধুবীর সাথে টিকটিক করে বাদ পড়লেন ফুটবলার

নারী ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

নারী ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

করোনায় আক্রান্ত হয়েছিল পিএসজির তিন ফুটবলার

করোনায় আক্রান্ত হয়েছিল পিএসজির তিন ফুটবলার

৯ মাস পর হারের স্বাদ পেল ল্যাৎসিও

৯ মাস পর হারের স্বাদ পেল ল্যাৎসিও