চলতি মৌসুমে গ্রিজম্যানকে আর দেখা যাবে না

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৩ এএম, ১৩ জুলাই ২০২০
চলতি মৌসুমে গ্রিজম্যানকে আর দেখা যাবে না

বার্সেলোনার হয়ে চলতি মৌসুমের বাকি ম্যাচগুলোতে আর দেখা যাবে না অ্যান্তোনি গ্রিজম্যানের। ফরাসি এ স্ট্রাইকার উরুর ইনজুরিতে পড়েছেন। রোববার (১২ জুলাই) ক্লাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার (১১ জুলাই) রাতে ভায়াদোলিডের বিপক্ষে ম্যাচের মাঝপথেই মাঠের বাইরে চলে যান বিশ্বকাপ জয়ী এ ফুটবল তারকা। বার্সেলোনার কোচ কুইকি সেতিয়েন বলেন, ‘সমস্যা বোধ করায় তিনি বাইরে চলে গেছেন। তাকে জিজ্ঞেস করেই বদলি দেওয়া হয়েছে।’

এদিকে বার্সেলোনার ওয়েবসাইটে দেওয়া তথ্যে বলা হয়, ‘রোববার সকালে পরীক্ষা করার পর তার ডান পায়ের পেশীর ইনজুরি ধরা পড়েছে। ফলে এ মুহূর্তে তাই তাকে আর একাদশের জন্য নির্বাচন করা হবে না।’

২৯ বছর বয়সী এ ফরাসি ফুটবল তারকা চলতি মৌসুমে বার্সার হয়ে ৪৬ ম্যাচে গোল করেছেন ১৫টি। তবে এ ইনজুরির কারণে লা লিগায় বার্সেলোনার শেষ ম্যাচগুলোতে খেলতে পারবেন না গ্রিজম্যান।

এছাড়া ৮ আগস্ট চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর ২য় লেগের ম্যাচেও পাওয়া যাবে না তাকে। করোনা লকডাউনের আগে নাপোলির বিপক্ষে প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছিল কাতালান জায়ান্টরা।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

গোলরক্ষক টের স্টেগেনের নৈপূণ্যে বেঁচে গেল বার্সেলোনা

গোলরক্ষক টের স্টেগেনের নৈপূণ্যে বেঁচে গেল বার্সেলোনা

মার্টিনেজকে দলে পেতে কৌতিনহোর চুক্তির দিকে তাকিয়ে বার্সেলোনা

মার্টিনেজকে দলে পেতে কৌতিনহোর চুক্তির দিকে তাকিয়ে বার্সেলোনা

চ্যাম্পিয়নস লিগ জিততে বার্সেলোনা-রিয়ালের সামনে কঠিন পথ

চ্যাম্পিয়নস লিগ জিততে বার্সেলোনা-রিয়ালের সামনে কঠিন পথ

মেসি-রোনালদো একসঙ্গে, ঝাঁকুনি খাবে ফুটবল বিশ্ব

মেসি-রোনালদো একসঙ্গে, ঝাঁকুনি খাবে ফুটবল বিশ্ব