থাকছেন না জেমি ডে, দায়িত্বে অস্কার ব্রুজেন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৯ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২১
থাকছেন না জেমি ডে, দায়িত্বে অস্কার ব্রুজেন

সামনেই বাংলাদেশ ফুটবল দলের সাফ মিশন। দক্ষিণ এশিয়ার বিশ্বকাপখ্যাত সাফের আগেই হেড কোচ জেমি ডের সাময়িক বিদায় ঘণ্টা বাজিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নতুন কোচ হিসেবে দায়িত্ব নিবেন বসুন্ধরা কিংসের দায়িত্বে থাকা স্প্যানিশ কোচ অস্কার ব্রুজেন।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বাফুফের জাতীয় দল কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী জেমি ডেকে দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে। তিন মাসের জন্য তিনি দায়িত্ব থেকে দূরে থাকবেন। সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন বসুন্ধরা কিংসের দায়িত্বে থাকা অস্কার ব্রুজেন।

সাফ চ্যাম্পিয়নশিপ, যুব এশিয়ান কাপ বাছাই পর্ব এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য চার জাতি টুর্নামেন্টে বাংলাদেশকে কোচিং করাবেন অস্কার ব্রুজেন। প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংসের যাত্রা শেষ হলে ১৭ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ দলের দায়িত্ব নিবেন তিনি। 

বাংলাদেশের কোচ হিসেবে জেমি ডের বিদায় ঘণ্টা বেজেছে তা নিশ্চিত করেই বলা যাবে না। সম্ভবত অস্কার ব্রুজেনের প্যারফর্মেন্সের উপর নির্ভর করছে জেমি থাকবেন কিনা।

এছাড়াও ৮-১৭ নভেম্বর শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য চার জাতি টুর্নামেন্টে বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন সত্যজিত দাশ রুপু।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

চ্যাম্পিয়নস লিগে ছেলের প্রথম গোলের পরই বাবার মৃত্যু

চ্যাম্পিয়নস লিগে ছেলের প্রথম গোলের পরই বাবার মৃত্যু

ইনজুরির মিছিলে বার্সেলোনার পেদ্রি-আলবা

ইনজুরির মিছিলে বার্সেলোনার পেদ্রি-আলবা

ফিফা র‍্যাঙ্কিংয়ে আরও পেছালো বাংলাদেশ

ফিফা র‍্যাঙ্কিংয়ে আরও পেছালো বাংলাদেশ

নতুন ফর্মেশনে ব্যর্থ হয়ে পুরোনোতে ফিরছে বাংলাদেশ ফুটবল

নতুন ফর্মেশনে ব্যর্থ হয়ে পুরোনোতে ফিরছে বাংলাদেশ ফুটবল