ফাইনালে লিভারপুলের বিপক্ষে প্রতিশোধ নিতে চায় চেলসি 

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০৯ পিএম, ১৮ এপ্রিল ২০২২
ফাইনালে লিভারপুলের বিপক্ষে প্রতিশোধ নিতে চায় চেলসি 

এফএ কাপের ফাইনালে লিভারপুলকে হারিয়ে কারাবাও কাপের ফাইনাল হারের প্রতিশোধ নিতে চান চেলসি ফুটবলার রুবেন লুফটাস। রোববার (১৭ এপ্রিল) ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে এফএ কাপের ফাইনালে উঠেছে চেলসি। ফাইনালে তাদের প্রতিপক্ষ লিগ টেবিলের দুই নম্বরে থাকা লিভারপুল। 

চলতি বছর ফেব্রুয়ারিতে কারাবাও কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল চেলসি ও লিভারপুল। গোলশূন্য ড্র হওয়া ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে নাটকীয়ভাবে ১০-১১ ব্যবধানে লিভারপুলের কাছে হেরে যায় চেলসি। আসন্ন এফএ কাপের ফাইনালে সেই হারের প্রতিশোধ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন চেলসি ফুটবলার রুবেন।

ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচ শেষে রুবেন বলেন, “আমার মনে হয় শেষবারের (কারাবাও কাপ) ফাইনালটি দুর্দান্ত ছিল। এটা অন্যদিকেও যেতে পারতো। আমরা সামনের দিকে তাকিয়ে আছি। আমরা প্রতিশোধ নেওয়ার জন্য উন্মুখ হয়ে আছি।” 

এফএ কাপের সেমিফাইনালে প্রায় তিন বছর পর গোলের দেখা পেয়েছেন লুফটাস। বদলি হিসেবে নেমে ম্যাচের ৬৫ মিনিটে চেলসির হয়ে ম্যাচের প্রথম গোল করেন তিনি। এর ১১ মিনিট পর ব্যবধান দ্বিগুন করেন চেলসির ইংলিশ তারকা মাসন মাউন্ট। ম্যাচে ২-০ গোলের জয়ে এফএ ফাইনালে পৌছায় চেলসি।

ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে রুবেনের এই গোল তাকে আত্মবিশ্বাসী করে তুলবে মনে করেন চেলসি কোচ টমাস টুখেল। চেলসি বস বলেন, “এটা খুবই সুন্দর ছিল কারণ সে খুবই শান্ত ছেলে। তাকে এভাবে লাফিয়ে গোল উদযাপন করা দেখতে খুবই ভালো লেগেছে।”

এফ এ কাপের শেষ ছয় আসরের পাঁচটাতেই ফাইনালে উঠেছে চেলসি। ২০১৮ সালে সর্বশেষ তারা এফএ কাপের শিরোপা জিতেছিল। ২০২০ সালে আর্সেনাল ও ২০২১ সালে লেস্টার সিটির কাছে হেরে রানার্সআপ হয় দলটি। চলতি বছরের ১৪মে  লিভারপুলের বিপক্ষে মাঠে নামবে চেলসি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

চেলসি কেনার দৌড় থেকে সরে দাঁড়ালো রিকেটস গ্রুপ

চেলসি কেনার দৌড় থেকে সরে দাঁড়ালো রিকেটস গ্রুপ

ফার্নান্দো তোরেস : পথ হারানো এক বিশ্বসেরা

ফার্নান্দো তোরেস : পথ হারানো এক বিশ্বসেরা

চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনাল লড়াইয়ে ‘ইংল্যান্ড-স্পেন’ 

চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনাল লড়াইয়ে ‘ইংল্যান্ড-স্পেন’ 

লিভারপুল নিয়ে সালাহ, ‘হ্যাঁ বলতেও পারছি না, নাও না’

লিভারপুল নিয়ে সালাহ, ‘হ্যাঁ বলতেও পারছি না, নাও না’