দেস্তর মূল্য ট্যাগ ‘২৫ মিলিয়ন ইউরো’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫২ পিএম, ২১ মে ২০২২
দেস্তর মূল্য ট্যাগ ‘২৫ মিলিয়ন ইউরো’

নতুন মৌসুমে দলবদলের বাজারে আর্থিক দিক দিয়ে অনন্যা ক্লাবগুলোর থেকে পিছিয়ে আছে বার্সেলোনা। যার জন্য নিজেরাও নেমে পড়েছে খেলোয়াড় বিক্রির বাজারে। বার্সেলোনার ছেড়ে দেওয়াদের তালিকায় অন্যতম নাম সার্জিনো দেস্ত। যুক্তরাষ্ট্রের এই খেলোয়াড়ের মূল্য ২৫ মিলিয়ন নির্ধারণ করেছে স্প্যানিশ ক্লাবটি।

চলতি মৌসুমের শুরুতে নিজের সেরা ফর্মটা দেখাতে পারেননি দেস্ত। তবে মৌসুমের মাঝপথে ভালো খেলতে শুরু করেন তিনি। জাভি আসার পর সাম্প্রতিক সময়ে বেশ উন্নতি করেছেন ২১ বছর বয়সী এই ডিফেন্ডার। সামনেও ভালো করার প্রচুর সম্ভাবনা রয়েছে।

বার্সেলোনায় খুব বেশি বেতন পান না দেস্ত। তাই বিকল্প পথ খুঁজছিলেন তিনি। তাতে বার্সাও তাকে বাধা দিতে চায় না। যদি দেস্তর জন্য সঠিক প্রস্তাব আসে, তবে তাকে বিক্রি করতে চায় কাতালানরা। এজন্য আগ্রহী ক্লাবগুলোকে গুণতে হবে ২৫ মিলিয়ন ইউরো।

দুই বছর আগে ২০২০ সালের অক্টোবরে ২১ মিলিয়ন ইউরোতে আয়াক্স থেকে বার্সেলোনায় এসেছিলেন দেস্ত। তাকে ২৫ মিলিয়ন ইউরোতে বিক্রি করতে পারলে বার্সেলোনার লাভের পরিমাণ হবে ১২ মিলিয়ন ইউরো। যার ফলে ক্লাবের বর্তমান আর্থিক পরিস্থিতি কিছুটা জন্য কাটিয়ে ওঠা যাবে।

ওইদিকে দেস্তর বার্সা ছাড়ার সম্ভাবনাকে আরও জোরালো করেছে নতুন মৌসুমে সিজার আজপিলিকুয়েটার আগমন। ক্লাবের রক্ষণভাগ শক্তিশালী করার জন্য চেলসি থেকে তাকে দলে ভেড়াচ্ছে কাতালানরা। যদি তাই হয় এবং সার্জিও রবার্তো ও দানি আলভেজ ক্লাবে থেকে যায়, তাহলেই দেস্তের বিদায়ের পথ পরিষ্কার।

যদিও এখনো দেস্তর ব্যাপারে পুরোপুরি মাঠে নামেনিও বার্সা। কেননা সবার আগে তাদেরকে অ্যাজপিলিকুয়েটার স্বাক্ষর নিশ্চিত করতে হবে। যাতে পরে বিপদে পড়তে না হয়। চেলসি তারকার সঙ্গে চুক্তি নিশ্চিত হয়ে গেলে তবেই দেস্তর বিষয়ে সামনে আগাবে বার্সেলোনা।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

বিদায়ী ম্যাচে দর্শক হয়ে রইলেন গ্যারেথ বেল

বিদায়ী ম্যাচে দর্শক হয়ে রইলেন গ্যারেথ বেল

হ্যাটট্রিক ড্রতে মৌসুম শেষ করলো রিয়াল মাদ্রিদ

হ্যাটট্রিক ড্রতে মৌসুম শেষ করলো রিয়াল মাদ্রিদ

পিএসজি বিশ্বের সেরা ক্লাব হবে: ভেরাত্তি

পিএসজি বিশ্বের সেরা ক্লাব হবে: ভেরাত্তি

ইউরোপা লিগে অপরাজিত চ্যাম্পিয়ন ফ্রাঙ্কফুর্ট

ইউরোপা লিগে অপরাজিত চ্যাম্পিয়ন ফ্রাঙ্কফুর্ট