সিলভাকে চায় বার্সেলোনা, ব্রুইনারের আশা সিটিতে থাকবেন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৪ পিএম, ১৫ আগস্ট ২০২২
সিলভাকে চায় বার্সেলোনা, ব্রুইনারের আশা সিটিতে থাকবেন

ম্যানচেস্টার সিটির পর্তুগিজ মিডফিল্ডার বার্নাডো সিলভাকে দলে টানতে চায় স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। বার্সেলোনায় যাবেন কিনা নির্দিষ্ট করে না বললেও ভবিষ্যৎ নিয়ে পরিষ্কার করে কিছু বলেননি সিলভা। তবে সিটির বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনার আশা, ইতিহাদেই থাকবেন সতীর্থ সিলভা। 

বেশ অনেক দিন ধরেই সিলভার পিছনে পড়ে আছে বার্সেলোনা। ক্লাবটির হেড কোচ জাভি হার্নান্দেজ যেভাবেই হোক সিলভাকে ন্যূ ক্যাম্পে পেতে চান। তবে তার জন্য বার্সেলোনার দেওয়া প্রস্তাব একাধিকবার ফিরিয়ে দিয়েছে সিটি।

ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে ৪-০ গোলের বড় জয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে ম্যানসিটি। ম্যাচ শেষে ব্রুইনার কাছে জানতে চাওয়া হয়েছিল সিটিতে সিলভার ভবিষ্যৎ প্রসঙ্গে। 

উত্তরে সিলভাকে নিয়ে চিন্তিত নন বলে জানান ব্রুইনা। বলেন, “আমার মনে হয় সবাই তাকে (সিলভা) ভালোবাসে, এবং সেটা সে জানে। আমি যেভাবে দেখি তাতে আমার মনে হয় সে (সিলভা) এখানে থাকবে এং আমি মোটেও চিন্তিত নই।” 

মাঠে ড্র, ডাগআউটে লাল কার্ড দেখলেন চেলসি ও টটেনহ্যামের কোচ

ব্রুইনা আশা করছেন এই মৌসুমে অন্তত সিলভাকে পাবেন। “যাই ঘটুক, সে আমাদের জন্য অসাধারণ (খেলোয়াড়)। আমি তাকে এখানে এই বছর আশা করছি।”

সিটিজেন কোচ পেপ গার্দিওয়ালা একাধিকবার জানিয়েছেন, সিলভাকে দলে চান। তবে এও জানিয়েছিলেন যদি সিলভা যেতে চায় তাহলে বাধা দেবেন না।

sportsmail24

সিলভার কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে, নির্দিষ্ট কোনো উত্তর দেয়নি। তবে ভবিষ্যতে আদৌ যাবেন নাকি থাকবেন সে বিষয়েও পরিষ্কার করেননি। বলেছিলেন, ভবিষ্যতে কি হবে জানেন না।

স্পোর্টসমেইল২৪/এসকেডি


শেয়ার করুন :


আরও পড়ুন

ছুটি বাতিল করে বাড়তি অনুশীলনে ম্যানচেস্টার ইউনাইটেড

ছুটি বাতিল করে বাড়তি অনুশীলনে ম্যানচেস্টার ইউনাইটেড

ব্রাজিল, আর্জেন্টিনাকে উড়িয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স!

ব্রাজিল, আর্জেন্টিনাকে উড়িয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স!

কষ্টের জয়ে লা লিগা শুরু করলো রিয়াল মাদ্রিদ

কষ্টের জয়ে লা লিগা শুরু করলো রিয়াল মাদ্রিদ

মৌসুম পেরুতেই শেষ ডিপাইয়ের বার্সেলোনা অধ্যায়

মৌসুম পেরুতেই শেষ ডিপাইয়ের বার্সেলোনা অধ্যায়