দর্শক ছাড়া ফাইনাল খেলতে নারাজ বিলবাও-সোসিয়েদাদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৯ এএম, ০৬ মে ২০২০
দর্শক ছাড়া ফাইনাল খেলতে নারাজ বিলবাও-সোসিয়েদাদ

ফাইল ছবি

প্রায় দু’মাস হতে চলেছে করোনাভাইরাসের কারণে থমকে আছে বিশ্ব ক্রীড়াঙ্গন। তবে ইউরোপিয়ান ফুটবল কর্তপক্ষ মাঠে খেলা ফেরাতে তৎপরতা শুরু করে দিয়েছে। কিছু কিছু লিগ এ মাসেই শুরুর সম্ভাবনা আছে। তবে সেটি রুদ্ধদার স্টেডিয়ামে।

কিন্তু দর্শক ছাড়া কোপা দেল’রের ফাইনাল খেলতে চায় না অ্যাথলেটিক বিলবাও ও রিয়াল সোসিয়েদাদ। প্রয়োজনে দীর্ঘদিন অপেক্ষা করতেও রাজি তারা। তারপরও ভরা গ্যালারিতে ফাইনাল না হলে খেলবেন না দু’দল। এমনটা জানিয়েছে বিলবাও ও সোসিয়েদাদ।

একত্রে এক বিবৃতিতে দু’দল জানায়, ‘দর্শক ছাড়া ফুটবল হয় না। নীরব স্টেডিয়ামে ফুটবল হতে পারে না। আমরা কোন ম্যাচই এভাবে প্রত্যাশা করি না। কোপা ডেল’রের ফাইনালও দর্শক ছাড়া আমরা খেলবো না। পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগলেও দর্শক ভর্তি স্টেডিয়ামে ফাইনাল খেলবো।’

কোপা দেল’রের বিজয়ী দল সুযোগ পায় ইউরোপা লিগে খেলার। আগের সূচি অনুযায়ী, ১৮ এপ্রিল হওয়ার কথা ছিল কোপা ডেল’রের ফাইনাল। কিন্তু করোনাভাইরাসের কারণে তা স্থগিত হয়ে যায়।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ফিরলেন রোনালদো, মানতে হবে কোয়ারেন্টিন

ফিরলেন রোনালদো, মানতে হবে কোয়ারেন্টিন

কোম্পানিতে কাজ করছেন মৃত ফুটবলার!

কোম্পানিতে কাজ করছেন মৃত ফুটবলার!

করোনায় আক্রান্ত বুন্দেসলিগার ১০ ফুটবলার

করোনায় আক্রান্ত বুন্দেসলিগার ১০ ফুটবলার

সিরি’আ শুরুর পথে বাঁধা ইতালিয়ান সরকার

সিরি’আ শুরুর পথে বাঁধা ইতালিয়ান সরকার