তিন হাজার মিটারে নতুন রেকর্ড গড়লেন রিংকি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৫ পিএম, ১৭ জানুয়ারি ২০২১
তিন হাজার মিটারে নতুন রেকর্ড গড়লেন রিংকি

‘বঙ্গবন্ধু ৪৪তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা’র দ্বিতীয় দিনে শনিবার (১৬ জানুয়ারি) তিন হাজার মিটার দৌঁড়ে নতুন রেকর্ড গড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর রিংকি বিশ্বাস। তিন হাজার মিটার নারী ইভেন্টে ১৭ বছর পর ১০:৪৩.৩০ মিনিট সময় নিয়ে তিনি এ নতুন জাতীয় রেকর্ড গড়েন।

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের ব্যবস্থাপনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ৪৪তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা’র আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৫ জানুয়ারি) বঙ্গবন্ধু স্টেডিয়ামে এ প্রতিযোগিতা শুরু হলেও শনিবার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
sportsmail24
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিসেস নাদিরা আলী খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ও বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি এ এস এম আলী কবীর।

শনিবার দিনে ১টি নতুন জাতীয় রেকর্ড- তিন হাজার মিটার নারী ইভেন্টে ১৭ বছর পর ১০:৪৩.৩০ মিনিট সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েন বাংলাদেশ নৌবাহিনীর রিংকি বিশ্বাস। এ ইভেন্টে ২০০৩ সালে হালিমা খানম বিথি সময় নিয়েছিলেন ১১:০৮.১৫ মিনিট।

দ্বিতীয় দিন শনিবার ১১টিসহ দুইদিনে মোট ২৩ ইভেন্ট সম্পন্ন হয়েছে। এতে ১২টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ৯টি ব্রোঞ্জসহ মোট ২৯টি পদক নিয়ে তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

৯টি স্বর্ণ, ১৪ টি রৌপ্য এবং ৬ টি ব্রোঞ্জসহ মোট ২৯ টি পদক নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ সেনাবাহিনী এবং ১টি স্বর্ণ ও ১টি ব্রোঞ্জসহ মোট ২টি পদক নিয়ে ৩য় অবস্থানে আছে বাংলাদেশ আনসার ও ভিডিপি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নতুন তিন মুখ দলকে আরও শক্তিশালী করবে : নান্নু

নতুন তিন মুখ দলকে আরও শক্তিশালী করবে : নান্নু

দেশের দ্রুততম মানব ইসমাইল, মানবী শিরিন

দেশের দ্রুততম মানব ইসমাইল, মানবী শিরিন

অলিম্পিক নিয়ে শঙ্কা বাড়িয়ে দিলেন জাপানের মন্ত্রী

অলিম্পিক নিয়ে শঙ্কা বাড়িয়ে দিলেন জাপানের মন্ত্রী

১০ উইকেট শিকারের নজির গড়লেন বিকেএসপির সাবেক ক্রিকেটার

১০ উইকেট শিকারের নজির গড়লেন বিকেএসপির সাবেক ক্রিকেটার