বাবা হলে সব কিছু করতে হয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১২ পিএম, ২০ মে ২০২০
বাবা হলে সব কিছু করতে হয়

ক্রিকেট মাঠে ব্যাটিং দক্ষতায় বিশ্ব জুড়ে পরিচিতি পেয়েছেন লিটল মাস্টার শচীন টেন্ডুলকার। মাঠে ক্রিকেট ছাড়াও তিনি যে বিভিন্ন ধরনের কাজ করতে পছন্দ করেন তা কমবেশি সকলের জানা। এক মাস আগে কেটেছিলেন নিজের চুল, এবার কাটলেন ছেলে অর্জুন টেন্ডুলোরের চুল।

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে ভারতজুড়ে চলছে লকডাউন। ঘরবন্দি থেকে নিজের চুল কাটার একমাস পর ছেলে অর্জুন টেন্ডুলকারের জন্য নাপিতের ভূমিকা পালন করেছেন শচীন টেন্ডুলকার।

মঙ্গলবার (১৯ মে) ব্যাটিংয়ের লিজেন্ড ইনস্টাগ্রামে তার একাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যায় ২০ বছরের ছেলে অর্জুন টেন্ডুলকরের চুল কাটাছেন তিনি। ভিডিওটি পোস্ট করে তার মেয়ে সারাকেও ধন্যবাদ জানিয়েছেন এ কাজে তাকে সাহায্য করার জন্য।

এছাড়া ভিডিও ক্যাপশনে শচীন লিখেন, ‘একজন বাবা হিসাবে আপনার সব কিছু করতে হবে, সেটা আপনার সন্তানদের সঙ্গে গেম খেলা হতে পারে, তাদের সঙ্গে জিমে সময় কাটানো হতে পারে বা তাদের চুল কাটা।’

ভারতে লকডাউনের চতুর্থ পর্বের ঘোষণায় সরকার কিছু নিষেধাজ্ঞা হ্রাস করেছে। তবে এখনও সেলুন খোলার অনুমতি দেওয়া হয়নি। ফলে মাথার চুল কাটার জন্য পরিবারের সদস্যদের ওপর আস্থা রাখা ছাড়া আর কোনও উপায় নেই।

এর আগে গত মাসে শচীন কাউকে সুযোগ না দিয়ে নিজেই নিজের চুল কেটেছিলেন। এবার ছেলের জন্য নাপিতও হলেন তিনি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

শচীনের কাছে ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ান স্পার্টান

শচীনের কাছে ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ান স্পার্টান

বায়োপিকে নিজের নায়িকা হিসেবে আনুশকাকে চান কোহলি

বায়োপিকে নিজের নায়িকা হিসেবে আনুশকাকে চান কোহলি

ওয়ানডের নিয়ম নিয়ে কী বলছেন টেন্ডুলকার

ওয়ানডের নিয়ম নিয়ে কী বলছেন টেন্ডুলকার

শেষ টেস্টে মাকে সাক্ষী রেখে খেলেছিলেন শচীন

শেষ টেস্টে মাকে সাক্ষী রেখে খেলেছিলেন শচীন