কোহলিদের কোচ নিয়োগের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ১৩ আগস্ট ২০১৯
কোহলিদের কোচ নিয়োগের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

কোহলি-রোহিতদের কোচ হওয়ার দৌড়ে থাকাদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। কপিল দেবের ক্রিকেট অ্যাডভাইসরি কমিটির (সিএসি) শুক্রবার তদের সাক্ষাৎকার নেবেন।

কোচ পদে সাক্ষাৎকার নিতে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) ৬ জনের সংক্ষিপ্ত তালিকা করেছে। তারা হলেন- বর্তমান কোচ রবি শাস্ত্রী, টম মুডি, মাইক হেসন, ফিল সিমন্স, লালচাঁদ রাজপুত ও রবিন সিং।

সাক্ষাৎকার দিতে মাইক হেসন মুম্বাইয়ে কমিটির সামনে হাজির হবেন। এর আগে বুধবার (১৪ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) টাইগারদের কোচ হতেও মাইক হেসনের সাক্ষাৎকার দেওয়ার কথা রয়েছে

এছাড়া ভারতীয় ক্রিকেট দলের কোচ হতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষাৎকার দেবেন মুডি ও সিমন্স।

বিসিসিআই’র একজন সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানিয়েছে, প্রধান কোচের পদে এ ছয়জন উপস্থাপনা করবেন সিএসির সামনে। এরপর তাদের পরিকল্পনা ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে কোচ নিয়োগ দেবে ভারত।

এদিকে অভিজ্ঞতায় বেশ এগিয়ে রয়েছেন টম মুডি ও মাইক হেসন। শ্রীলঙ্কার কোচের দায়িত্বে ছিলেন মুডি, এছাড়া আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব ও সানরাইজার্স হায়দরাবাদেও ভূমিকা ছিল তার।

অন্যদিকে মাইক হেসনের অধীনে গত বিশ্বকাপে প্রথমবার ফাইনাল খেলেছে নিউজিল্যান্ড। পরে গত বছরের জুনে পদত্যাগ করে কিউইদের সঙ্গে ৬ বছরের সম্পর্কের ইতি টানেন তিনি। এরপর আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের কোচ হন। সেখান থেকে মাত্র কয়েকদিন আগে সরে দাঁড়ান তিনি।

গত জুন পর্যন্ত আফগানিস্তানের প্রধান কোচ ছিলেন সিমন্স। ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে চ্যাম্পিয়ন বানান তিনি।

এদিকে তিন বিদেশি কোচের পাশাপাশি রবিন ও রাজপুতের সঙ্গে স্থানীয় হিসেবে লড়বেন শাস্ত্রী। ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরের পর তার চুক্তি শেষ হচ্ছে। কোচ হিসেবে তার থেকে যাওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। তবে সব কিছু নির্ভর করছে কপিল দেবের ক্রিকেট অ্যাডভাইসরি কমিটির (সিএসি) ওপর।


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের কোচ হতে সাক্ষাৎকার দিলেন রাসেল ডোমিঙ্গো

বাংলাদেশের কোচ হতে সাক্ষাৎকার দিলেন রাসেল ডোমিঙ্গো

হাথুরুর বিদায়, শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন কোচ জয়ারত্নে

হাথুরুর বিদায়, শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন কোচ জয়ারত্নে

আইসিসির নতুন নিয়মে আপত্তি ভারতের

আইসিসির নতুন নিয়মে আপত্তি ভারতের

এক ম্যাচে দুই কিংবদন্তিকে টপকালেন কোহলি

এক ম্যাচে দুই কিংবদন্তিকে টপকালেন কোহলি