ক্যারিয়ারের কঠিন ম্যাচটি খেলেছি : বোনুচ্চি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫২ এএম, ০৮ জুলাই ২০২১
ক্যারিয়ারের কঠিন ম্যাচটি খেলেছি : বোনুচ্চি
ইউরো চ্যাম্পিয়নশিপে প্রথম দল হিসেবে ফাইনালে পা রাখলো ইতালি। স্পেনকে টাইব্রেকারে হারিয়ে তারা এ যোগ্যতা অর্জন করেন। নাটকীয় এই ম্যাচে মনোবল অটুট রেখে, নিজেদের প্রতি বিশ্বাস রেখে খেলতে পেরেছে বলেই ইতালি শেষ পর্যন্ত জয়ী হয়েছে বলে মনে করেন দলটির অভিজ্ঞ ডিফেন্ডার বোনুচ্চি।
 
৩৪ বছয় বয়সী অভিজ্ঞ ডিফেন্ডার বোনুচ্চি জানান, তিনি তার ক্যারিয়ারের অন্যতম কঠিন ম্যাচটি খেলেছেন। বোনুচ্চি বলেন, 'আমার খেলা সবচেয়ে কঠিন ম্যাচ ছিল এটি। আমি স্পেনকেও ধন্যবাদ জানায় তারা তাদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। আমাদের মতো এমন লড়াকু মনোভাব নিয়ে অন্য দল খেলতে পারতো কিনা সন্দেহ আছে।'
 
বোনুচ্চি আরও যোগ করেন, 'ম্যাচে আমরা বারবারই সমস্যায় পড়েছি। তবে, দলের সবাই ঐক্যবদ্ধ ভাবে সকল সমস্যা দূর করে ফাইনালে পা রেখেছি।'
 
পেনাল্টি শুটআউটে সতীর্থ লোকাত্তেলি পেনাল্টি মিস করেন। বোনুচ্চি মনে করেন এসব খেলারই অংশ। একমাত্র যারা পেনাল্টি নেয় না, তাদের ই কোন মিস হওয়ার সম্ভাবনা থাকে না বলেও জানান তিনি। অভিজ্ঞ এই ডিফেন্ডার বলেন, 'যারা পেনাল্টি শুট নেয় না, একমাত্র তাদেরই পেনাল্টি মিস করার কোন সুযোগ থাকে না। আমার নিজের উপর আত্মবিশ্বাস ছিল। আমি গোল করার ব্যাপারে আশাবাদী ছিলাম।'
 
পেনাল্টি কারা কারা নিবে তা নিয়ে কিছুটা সংশয় ছিল বলেও জানান বোনুচ্চি। ভাগ্য সহায় থাকায় শেষ হাসি ইতালির হয়েছে বলেও মনে করেন এই ডিফেন্ডার। তিনি বলেন, 'কারা পেনাল্টি নিবে তা নিয়ে শুরুতে কিছুটা চিন্তায় ছিলাম। কারণ, অনেকেই পেনাল্টি নিতে চাচ্ছিল। ভাগ্য আমাদের পক্ষে থাকায় প্রথম পেনাল্টি মিস করার পরও আমরা জিততে পেরেছি।'
 

মঙ্গলবার (৬ জুলাই) রাতে ইউরো-২০২০ আসরের প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি হয়েছিল ইতালি এবং স্পেন। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় শেষ হলে অতিরিক্ত সময়েও একই ফলাফল থাকে, ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

ম্যাচের দ্বিতীয়ার্ধের ৬০তম মিনিটে ফেদেরিকো চিয়েসার গোলে এগিয়ে যাওয়া ইতালি। তবে ২০ মিনিট পর ম্যাচের ৮০তম মিনিটে স্পেনকে সমতায় ফেরান মোরাতা। তবে শেষ রক্ষা হয়নি। টাইব্রেকারে ইতালি কাছে ৪-২ গোলে পরাজিত হয়ে ইউরো ২০২০ থেকে বিদায় নিয়েছে স্পেন।

 


শেয়ার করুন :


আরও পড়ুন

টাইব্রেকারে স্পেনকে রুখে দিয়ে ইউরোর ফাইনালে ইতালি

টাইব্রেকারে স্পেনকে রুখে দিয়ে ইউরোর ফাইনালে ইতালি

সেমিফাইনালে নতুন রেকর্ড মেসির

সেমিফাইনালে নতুন রেকর্ড মেসির

২৮ বছরের অপেক্ষার অবসান হবে কি আর্জেন্টিনার?

২৮ বছরের অপেক্ষার অবসান হবে কি আর্জেন্টিনার?

ইউরোর ইতিহাসে ইতালির যত সাফল্য-ব্যর্থতা

ইউরোর ইতিহাসে ইতালির যত সাফল্য-ব্যর্থতা