জেমি ডে’র সাথে চুক্তি করাটাই ঠিক হয়নি : কাজী সালাউদ্দিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৮ এএম, ২০ সেপ্টেম্বর ২০২১
জেমি ডে’র সাথে চুক্তি করাটাই ঠিক হয়নি : কাজী সালাউদ্দিন

ফাইল ফটো

বাংলাদেশের ফুটবল ইতিহাসে কোচদের দীর্ঘ মেয়াদে দায়িত্বে থাকার নজির নেই। তবে টানা দুই বছর প্রধান কোচের দায়িত্ব পালনের পর আরও দুই বছরের জন্য ইংলিশ কোচ জেমি ডে’র সাথে চুক্তি করেছে বাংলাদেশ ফুডবল ফেডারেশন (বাফুফে)। এখন সেটাকে ভুল সিদ্ধান্ত বলছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। দলের একের পর এক বাজে পারফরমেন্সের কারণে এখন তাকে সরিয়ে রাখা হয়েছে।

মালদ্বীপে সাফ চ্যাম্পিয়নশিপের মাত্র ১৫দিন আগে দলের প্রধান কোচকে সরিয়ে দেওয়ায় চারদিকে নানা আলোচনা চলছে। তবে বাফুফে কাজী সালাউদ্দিন মনে করছেন, বরং এমন সিদ্ধান্তে দলের ভালোই হবে। কারণ, এমন একটি সিদ্ধান্তে নাকি তাকে আসতেই হতো।

ইংলিশ কোচ জেমি ডে’কে সাময়িক বরখাস্ত করার পর দৈনিক প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন কথা বলেন। কাজী সালাউদ্দিন বলেন, ‘অনেক আগেই তাকে বরখাস্ত করতে পারতাম, কিন্তু করিনি। এখনো সে বরখাস্ত নয়।’

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বাফুফের জাতীয় দল কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, কোচ জেমি ডে’কে দায়িত্ব থেকে দুই মাসের জন্য অব্যহতি দেওয়া হয়। তার পরিবর্তে জাতীয় দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন বসুন্ধরা কিংসের দায়িত্বে থাকা স্প্যানিশ কোচ অস্কার ব্রুজেন।

সাফের মাত্র দুই সপ্তাহ কোচ নিয়ে এমন সিদ্ধান্তের বিষয়ে কাজী সালাউদ্দিন বলেন, ‘আমরা জেনে-বুঝেই এটা করেছি। দেশের সর্বশেষ সাতটি ম্যাচ দেখে মোটেও সন্তুষ্ট নই। কিরগিজস্তানে দলের ছক বদল করে ৩-৪-৩-এ খেলালো কোচ। অথচ সে অনুযায়ী দল খেলতেই পারেনি। খেলা দেখে ভীষণ হতাশ হয়েছি। এভাবে চললে সাফের তলানিতে থাকতে হবে। আমি সেটা হতে দিতে পারি না।’

কোচ জেমি ডে’কে সাময়িক বরখাস্ত করলেও তাকে স্থায়ীভাবে বাদ বা আবারও ফেরানো হবে কি-না সে বিষয়ে স্পষ্ট নন বাফুফে সভাপতি। কাজী সালাউদ্দিন বলেন, ‌‌‘এটা এখনই বলা কঠিন। আরও প্রায় এক বছর চুক্তি আছে। হুট করে বাদ দেওয়া কঠিন। আসলে তার সঙ্গে আমাদের চুক্তিটাই ঠিক হয়নি।’

তিনি বলেন, ‘আমি তাকে সময় দিয়েছি, কিন্তু সে পারেনি। প্রতি ম্যাচে সে খেলোয়াড় বদল করে, কোনো স্থিরতা নেই। আর সবসময় তরুণদের দেখে, সেটারও একটা সীমা আছে। সর্বশেষ বিদেশি দুটি ছেলেকে কেন আননো? ওদের খেলা দেখেছে? না দেখেই কেন আনা? এটা তো মগের মুল্লুক নয় যে, কোচ যা ইচ্ছা, তা’ই করবে।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নতুন ফর্মেশনে ব্যর্থ হয়ে পুরোনোতে ফিরছে বাংলাদেশ ফুটবল

নতুন ফর্মেশনে ব্যর্থ হয়ে পুরোনোতে ফিরছে বাংলাদেশ ফুটবল

ফিফা র‍্যাঙ্কিংয়ে আরও পেছালো বাংলাদেশ

ফিফা র‍্যাঙ্কিংয়ে আরও পেছালো বাংলাদেশ

জাতীয় দলের তালিকায় এলিটা কিংসলে

জাতীয় দলের তালিকায় এলিটা কিংসলে

থাকছেন না জেমি ডে, দায়িত্বে অস্কার ব্রুজেন

থাকছেন না জেমি ডে, দায়িত্বে অস্কার ব্রুজেন