ইউক্রেন যুদ্ধ: বিশ্বকাপ বাছাইয়ে রাশিয়ায় খেলতে নারাজ তিন দেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০৯ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২২
ইউক্রেন যুদ্ধ: বিশ্বকাপ বাছাইয়ে রাশিয়ায় খেলতে নারাজ তিন দেশ

বিশ্ব এখন উত্তাল রাশিয়া-ইউক্রেন ইস্যু নিয়ে। এর প্রভাব পড়েছে ফুটবল মাঠেও। রাশিয়ার মাঠে খেলতে অস্বীকৃতি জানিয়েছে পোল্যান্ড, চেক রিপাবলিক এবং সুইডেন। এক যৌথ বিবৃতিতে খেলা অন্যত্র সরিয়ে নিতে ফিফার কাছে আহবান জানিয়েছে তারা।

চলতি বছরের মার্চে কাতার বিশ্বকাপ বাছাই পর্বের প্লে অফ অনুষ্ঠিত হবে। সেখানে পাথ ‘বি’-তে পড়েছে রাশিয়া, পোল্যান্ড, চেক রিপাবলিক এবং সুইডেন। এ চারদলের ম্যাচগুলো রাশিয়ায় আয়োজিত হওয়ার কথা রয়েছে।

পাথ ‘বি’ প্রথম সেমিফাইনালে রাশিয়ার প্রতিপক্ষ পোল্যান্ড। দ্বিতীয় সেমিফাইনালে সুইডেনের প্রতিপক্ষ চেক রিপাবলিক। চার দলের একটি সুযোগ পাবে কাতার বিশ্বকাপ খেলার। তবে রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের কারণে ম্যাচগুলো মাঠে গড়ানো নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

এদিকে ইউক্রেনের উপর রাশিয়ার হামলার পর সুইডেন ফুটবল ফেডারেশনের সভাপতি কার্ল এরিক নিলসন জানিয়েছেন, কোনো অবস্থাতেই রাশিয়ার বিপক্ষে খেলতে চায় না সুইডিশরা। এরপরেই পোল্যান্ড, চেক রিপাবলিক এবং সুইডেন মিলে দিয়েছে যৌথ বিবৃতি।

বিবৃতিতে তারা বলেছে, ‘এ সময় রাশিয়াতে প্লে অফ ম্যাচ আয়োজন করা ঠিক হবে না। এতে দল এবং ম্যাচ অফিসিয়ালদের জীবন ঝুঁকিতে পড়তে পারে।’

তারা আরও জানিয়েছে, ‘আজকের পরিস্থিতির পর রাশিয়াতে খেলার কোনো ইচ্ছা নেই। আর এটা করাও উচিত হবে না।’

উয়েফা এবং ফিফার দৃষ্টি আকর্ষণ করে তারা ম্যাচগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার আহবান জানিয়েছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

রাশিয়ার হামলায় ‘বন্ধ হয়ে গেল’ ইউক্রেন ফুটবল লিগ

রাশিয়ার হামলায় ‘বন্ধ হয়ে গেল’ ইউক্রেন ফুটবল লিগ

ইউক্রেনে আটকে পড়া ব্রাজিলিয়ান ফুটবলারদের মুক্তির আকুতি

ইউক্রেনে আটকে পড়া ব্রাজিলিয়ান ফুটবলারদের মুক্তির আকুতি

ইউক্রেন যুদ্ধ: রুশ সরকারের সাথে সম্পর্কে ‘নিষেধাজ্ঞার মুখে’ চেলসি মালিক

ইউক্রেন যুদ্ধ: রুশ সরকারের সাথে সম্পর্কে ‘নিষেধাজ্ঞার মুখে’ চেলসি মালিক

ইউক্রেন যুদ্ধ: রাশিয়ার সাথে বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে সুইডেনের আপত্তি

ইউক্রেন যুদ্ধ: রাশিয়ার সাথে বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে সুইডেনের আপত্তি