মাঠে বায়ার্নের ১২ ফুটবলার, ম্যাচ বাতিলের দাবি ফ্রাইবুর্গের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ০৫ এপ্রিল ২০২২
মাঠে বায়ার্নের ১২ ফুটবলার, ম্যাচ বাতিলের দাবি ফ্রাইবুর্গের

ফ্রাইবুর্গের মাঠে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছিল বায়ার্ন মিউনিখ। তবে ওই ম্যাচের এক ঘটনার কারণে হয়তো আবারও মাঠে নামতে হতে পারে বাভারিয়ানদের। একসাথে বায়ার্নের ১২ জন ফুটবলার মাঠে নামায় ম্যাচ বাতিলের দাবি তুলেছে ফ্রাইবুর্গ।

আধুনিক ফুটবলের যুগে একসাথে ১২জন ফুটবলার মাঠে নামবেন সেটা ভাবাটাই কল্পনা। তবে কয়েক সেকেন্ডের জন্য এই ভুল করে বসে বায়ার্ন মিউনিখ। আর এ কারণেই ম্যাচ বাতিলের দাবি তুলেছে ফ্রাইবুর্গ।

শনিবার (২ এপ্রিল) বুন্দেসলিগার ম্যাচে ৮৬তম মিনিটে একাদশে দুই পরিবর্তন আনেন বায়ার্ন কোচ জুলিয়ান ন্যাগেলসম্যান। কোরেনটিন তোলিসো এবং কিংসলে কোম্যানকে তুলে মার্সেল সাবিতজার এবং নিকোলাস সুলেকে নামান কোচ।

এখানেই সমস্যার তৈরি করেন চতুর্থ রেফারি। কোমানের জার্সি নাম্বার দেখাতে ভুল করেন। আর এতেই মাঠে আরও কয়েক সেকেন্ড খেলে ফেলেন কোম্যান।

এই ঘটনার পর বায়ার্ন মিউনিখের উপর কোনো দোষ দেয়নি ফ্রাইবুর্গ। প্রথম দ্বিধাগ্রস্থ থাকলেও পরে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফবি) কাছে ম্যাচ বাতিলের আবেদন করেছে।

ফ্রাইবুর্গ বলেছে, ‘ডিএফবির আইনকানুন ও নিয়মনীতির কারণেই ওই ঘটনাটি আরেকবার আইনগতভাবে যাচাই করে দেখার জন্য আবেদন করতে উদ্বুদ্ধ হয়েছি আমরা।’

বুন্দেসলিগায় ২৮ ম্যাচে ২১ জয় ও তিন ড্র নিয়ে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন মিউনিখ। আর ৯ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে বরুশিয়া ডর্টমুন্ড।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 


শেয়ার করুন :


আরও পড়ুন

মেসিকে টপকে ফিফার বর্ষসেরা লেভানডোভস্কি

মেসিকে টপকে ফিফার বর্ষসেরা লেভানডোভস্কি

দল যথেষ্ট ভারসাম্যপূর্ণ, ট্রান্সফারে যাচ্ছে না বায়ার্ন মিউনিখ

দল যথেষ্ট ভারসাম্যপূর্ণ, ট্রান্সফারে যাচ্ছে না বায়ার্ন মিউনিখ

ফুটবলকে বিদায় বললেন মানজুকিচ

ফুটবলকে বিদায় বললেন মানজুকিচ

২০২৫ পর্যন্ত বায়ার্নেই থাকছেন জশুয়া কিমিচ

২০২৫ পর্যন্ত বায়ার্নেই থাকছেন জশুয়া কিমিচ