সেভিয়াকে হারিয়ে শিরোপার আরও কাছে রিয়াল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪৩ এএম, ১৮ এপ্রিল ২০২২
সেভিয়াকে হারিয়ে শিরোপার আরও কাছে রিয়াল

লা লিগায় দুর্দান্ত গতিতে ছুটে চলছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। থামানোই যাচ্ছে না কার্লো আনচেলত্তির দলকে। শিরোপা জয়ের পথে তাদের জন্য সবচেয়ে বড় বাঁধা ছিল সেভিয়া। তাতে হোঁচট খেতে খেতেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালো করিম বেনজেমারা। পিছিয়ে পড়েও সেভিয়ার মাঠ থেকে ৩-২ গোলের জয় নিয়ে ফিরেছে রিয়াল।

বাংলাদেশ সময় রোববার (১৭ এপ্রিল) দিবাগত রাতে নিজেদের ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই রিয়ালকে চেপে ধরে সেভিয়া। সেভিয়ার চাপে রিয়ালও অনেকটা এলোমেলো হয়ে ফুটবল খেলতে থাকে। এই সুযোগটাই কাজে লাগিয়ে এগিয়ে যায় সেভিয়া।

ম্যাচের ২১ মিনিটের মাথায় নিজেদের বক্সের বাইরে প্রতিপক্ষের মিডফিল্ডার পাপু গোমেসকে ফাউল কররেন লুকা মদ্রিচ। রেফারিও ফ্রি কিকের বাঁশি বাজাতে দেরি করেননি।। ফ্রি কিক থেকে বুদ্ধিদীপ্ত শটে রিয়ালের রক্ষণের ফাঁক গলে জাল খুঁজে নেন ইভান রকিটিচ।

প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই রিয়াল সমর্থকদের হতবাক করে দেয় সেভিয়া। ২৫ মিনিটের মাথায় এক সতীর্থের পাস ধরে রিয়ালের বক্সে ঢুকে পড়েন হেসুস করোনা। তাকে দেখে সামনে এগিয়ে আসেন থিবো কোর্তোয়া। এই সুযোগে ফাঁকায় থাকা এরিক লামেলার দিকে বল বাড়ান করোনা। প্লেসিং শটে গোলটি করেন আর্জেন্টাইন উইঙ্গার।

বিরতির আগে একটা সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি বেনজেমা। বিরতির পর অন্য এক রিয়ালকে দেখলো সেভিয়ার দর্শকরা। একের পর এক আক্রমণে সেভিয়ার গোলরক্ষকের পরীক্ষা নিতে থাকেন বেনজেমারা। তাতে ৫০ মিনিটে ব্যবধান কমায় রিয়াল।

টিকিটাকার পাসিং ফুটবলের পসরা সজিয়ে দানি কারভাহালের পাস থেকে বল পেয়ে যান ব্রাজিলিয়ান রুদ্রিগো। ছয় গজ বক্সের বাইরে পেয়ে পায়ের প্রথম ছোঁয়াতেই বল জালে পাঠান দ্বিতীয়ার্ধের শুরুতে কামাভিঙ্গার বদলি হিসেবে নামা রদ্রিগো।

গোল পেয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে রিয়াল। তাতে ৮৪ মিনিটে সমতায় ফেরে তারা। কর্নার থেকে উড়ে আসা বলে কাটব্যাক করেন কারভাহাল। তাতে নিচু শটে স্কোরলাইন ২-২ করেন পেছনেই দাঁড়িয়ে থাকা স্প্যানিশ ডিফেন্ডার নাচো।

দুই দলের স্কোর তখন সমতায়। ম্যাচও নির্ধারিত সময় পেরিয়ে গড়িয়েছে অতিরিক্ত সময়ে। ঠিক তখনই আরেকবার রিয়ালের ত্রাতা রূপে হাজির হলেন ফরাসি তারকা বেনজেমা। ৯২ মিনিটের মাথায় ভিনিসিয়াসের পাসে রদ্রিগোর কাটব্যাকে জোরালো শটে কাছের ব্যবধান ৩-২ করেন বেনজেমা।

এই জয়ে ৩২ ম্যাচে ২৩ জয় ও ৬ ড্র নিয়ে রিয়ালের পয়েন্ট হলো ৭৫। দুই ম্যাচ কম খেলে ৬০ পয়েন্ট বার্সেলোনা আছে তালিকার দুইয়ে। ৩২ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে সেভিয়া।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

ইউরোপা লিগে হেরে টিকিট নীতিতে পরিবর্তন আনছে বার্সেলোনা

ইউরোপা লিগে হেরে টিকিট নীতিতে পরিবর্তন আনছে বার্সেলোনা

মৌসুমের বাকি অংশে অনিশ্চিত বার্সেলোনা তারকা পেদ্রি

মৌসুমের বাকি অংশে অনিশ্চিত বার্সেলোনা তারকা পেদ্রি

আরও পাঁচ বছর খেলতে চান সার্জিও রামোস

আরও পাঁচ বছর খেলতে চান সার্জিও রামোস

প্রথমবারের মতো টিকটকে দেখা যাবে লা লিগার ম্যাচ

প্রথমবারের মতো টিকটকে দেখা যাবে লা লিগার ম্যাচ