ম্যানসিটির বিপক্ষে আলাবা-ক্যাসেমিরোকে নিয়ে শঙ্কায় রিয়াল মাদ্রিদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৯ পিএম, ২৬ এপ্রিল ২০২২
ম্যানসিটির বিপক্ষে আলাবা-ক্যাসেমিরোকে নিয়ে শঙ্কায় রিয়াল মাদ্রিদ

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচের আগে ডেভিড আলাবা এবং ক্যাসেমিরোর মাঠে নামা নিয়ে চিন্তিত রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচোলেত্তি। দুইজনেরই ইনজুরি থাকায় সিটিজেনদের বিপক্ষে তাদের মাঠে নামা নিয়ে রয়েছে শঙ্কা। 

সর্বশেষ ২০ এপ্রিল লা-লিগায় ওসাসুনার বিপক্ষে ৩-১ গোলের জয়ে লিগ শিরোপা জয়ে আরো একধাপ এগিয়ে গেছে রিয়াল মাদ্রিদ। ওই ম্যাচে রিয়ালের হয়ে প্রথম গোল করা আলাবা শেষ পর্যন্ত ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন। অন্যদিকে রিয়ালের আরেকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ব্রাজিলিয়ান কাসেমিরো চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে চেলসির বিপক্ষে খেলার পর আর মাঠে নামেননি। মাঝে সেভিয়ার বিপক্ষে নিষিদ্ধ ছিলেন, এরপর ওসাসুনার বিপক্ষেও ইনজুরির কারণে খেলতে পারেননি।

রিয়াল বস কার্লো আনোচেলেত্তি আশা করছেন আলাবাকে না পেলেও কাসেমিরোকে তিনি চেলসির বিপক্ষে একাদশে রাখতে পারবেন। আলাবার ইনজুরি নিয়ে প্রথমে বড়সড় কিছু মনে না হলেও এখন তার খেলা নিয়ে চূড়ান্ত শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন রিয়াল মাদ্রিদ বস কার্লো আনোচেলেত্তি।

শঙ্কা থাকলেও ইনজুরি আক্রান্ত দুইজন খেলোয়াড়কে নিয়েই ইংল্যান্ড পৌছেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের জন্য স্কোয়াড এখনো ঘোষণা করেননি রিয়াল বস। ইংলিশ কন্ডিশনে অনুশীলনের পর ম্যানসিটির বিপক্ষে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন তিনি।

রিয়াল বস বলেন, “আলাবা ও কাসেমিরোকে নিয়ে শঙ্কা রয়েছে, আমরা তাদের অনুশীলনে দেখে সিদ্ধান্ত নেব। কাসেমিরোর চেয়ে আলাবাকে নিয়ে বেশি শঙ্কা রয়েছে। সে (আলাবা) যদি আগামীকাল (মঙ্গলবার) খেলতে না পারে তাহলে অবশ্যই সেও দ্বিতীয় লেগের জন্য প্রস্তত থাকবে।”

ম্যানচেস্টার সিটির বিপক্ষে জিততে হলে নিজেদের ভালো খেলার কোন বিকল্প নেই। রিয়াল বস বলেন, “আমাদের ভালো খেলতে হবে। দুই দলের জন্য সমান সুযোগ থাকবে এখানে।”

অন্যদিকে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি দলে কোন ইনজুরি সমস্যা না থাকায় নিজেদের মাঠে নির্ভার রয়েছেন সিটিজেন বস পেপ গার্দিওয়ালা। মঙ্গলবার (২৬ এপ্রিল) ম্যানচেস্টারের ইতিহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লিগে রিয়ালকে আতিথ্য দিবে সিটিজেনরা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

সিটিকে নিয়ে রিয়ালকে ভাবার পরামর্শ তেভেজের

সিটিকে নিয়ে রিয়ালকে ভাবার পরামর্শ তেভেজের

পিএসজি-রিয়ালের উপর ‘ঝুলে’ আছে এমবাপের সিদ্ধান্ত

পিএসজি-রিয়ালের উপর ‘ঝুলে’ আছে এমবাপের সিদ্ধান্ত

শিরোপা জয়ের দৌড়ে রিয়ালকে ‘লাকি’ বললেন আলভেজ

শিরোপা জয়ের দৌড়ে রিয়ালকে ‘লাকি’ বললেন আলভেজ

ম্যানসিটিকে নিয়ে চিন্তিত নন রিয়াল মাদ্রিদের লুকা মদ্রিচ

ম্যানসিটিকে নিয়ে চিন্তিত নন রিয়াল মাদ্রিদের লুকা মদ্রিচ