লিভারপুলের সাথে চুক্তি নবায়ন করলেন জেমস মিলনার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১৩ পিএম, ০৬ জুন ২০২২
লিভারপুলের সাথে চুক্তি নবায়ন করলেন জেমস মিলনার

লিভারপুলের সঙ্গে দীর্ঘ সম্পর্ককে আরেকটু পোক্ত করলেন ইংলিশ ফুটবলার জেমস মিলনার। অলরেডদের সঙ্গে আরও এক বছরের চুক্তি নবায়ন করেছেন তিনি। মিলনারের চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে লিভারপুল।

মোহাম্মদ সালাহ ও সাদিও মানের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে হিমশিম খাচ্ছে লিভারপুল। মানে তো আর কিছুতেই থাকতে চাইছেন না অ্যানফিল্ডে। অন্যদিকে সালাহর সাথেও বেতন নিয়ে বনিবনা হচ্ছে না ইংলিশ ক্লাবটির। এর মধ্যেই সুখবর পেল অলরেড সমর্থকরা। আরও এক বছর  অ্যানফিল্ড  থাকছেন মিডফিলডার জেমস মিলনার।

লিভারপুলে নিজের অষ্টম মৌসুম নিশ্চিত করতে পেরে দারুণ উচ্ছ্বসিত জেমস মিলনার। তিনি বলেন, “আরও একটি মৌসুম থাকতে পেরে আমি খুব খুশি। অবিশ্বাস্য অনুভূতি, আমি বিশ্বাস করি এখনও দলে অবদান রাখতে পারি।”

সদ্য সমাপ্ত মৌসুম নিয়েও কথা বলেন মিলনার। বলেন, “শেষ মৌসুম (২০১১-২২) অসধারণ ছিল। যদিও আমরা ভালোভাবে শেষ করতে পারিনি বাট আমার মনে হয় এটা আমাদের সাফল্য পেতে আরও ক্ষুধার্ত করে তুলবে। পরিবারের সমর্থন, ক্লাবে যোগ্য বক্তি, অসাধারণ সতীর্থ, কোচ এসব আমাকে চুক্তি নবায়নে সাহায্য করেছে। এটা স্বাক্ষর (চুক্তিতে) হয়ে গেছে।”

চলতি বছরের জুনের শেষে লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হতো মিলনারের। এর আগেই ২০২৩ সাল পর্যন্ত লিভারপুলে থাকার ব্যবস্থা করে ফেললেন মিলনার। লিভারপুলের সাম্প্রতিক সাফল্যে মিলনারের পারফর্মেন্সের বেশ গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে।

২০২১-২২ মৌসুমে লিভারপুলের হয়ে ৩৯ ম্যাচে মাঠে নেমেছেন মিলনার। ৩৬ বছর বয়সী এই মিডফিল্ডারের পারফর্মেন্সে বেশ খুশি লিভারপুল বস ইয়ুর্গেন ক্লপ। চলতি বছরের শুরুর দিকে মিলনারকে লিভারপুলের রোল মডেল হিসেবে অভিহিত করেছিলেন অলরেড বস। এরকম একজনকে খেলোয়াড়কে কিছুতেই হাতছাড়া করতে চাননি তিনি।

২০১৫ সালে ম্যানচেস্টার সিটি থেকে লিভারপুলে গিয়েছিলেন মিলনার। সাত বছরে অলরেডদের হয়ে ১৯৯ ম্যাচ খেলছেন এই রক্ষণাত্মক মিডফিল্ডার। আরও এক বছর লিভারপুলে থাকার ফলে ২০ বছর প্রিমিয়ার খেলা পূর্ণ হবে ইংলিশ মিডফিল্ডারের।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

সেনেগালের মানুষ না চাওয়ায় লিভারপুল ছাড়বেন মানে!

সেনেগালের মানুষ না চাওয়ায় লিভারপুল ছাড়বেন মানে!

সাদিও মানের জন্য প্রস্তাব পাঠালো বায়ার্ন, ফিরিয়ে দিল লিভারপুল

সাদিও মানের জন্য প্রস্তাব পাঠালো বায়ার্ন, ফিরিয়ে দিল লিভারপুল

নেইমারের পেনাল্টি শটে জাপানকে হারালো ব্রাজিল

নেইমারের পেনাল্টি শটে জাপানকে হারালো ব্রাজিল

মেসির পাঁচ গোল সমাচার: যেখানে তিনিই একমাত্র

মেসির পাঁচ গোল সমাচার: যেখানে তিনিই একমাত্র