৬৩ মিলিয়ন পাউন্ডে রাফিনহাকে দলে নিচ্ছে বার্সেলোনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪১ পিএম, ১১ জুলাই ২০২২
৬৩ মিলিয়ন পাউন্ডে রাফিনহাকে দলে নিচ্ছে বার্সেলোনা

দীর্ঘদিন ধরেই গুঞ্জন ইংলিশ ক্লাব লিডস ইউনাইটেড ছাড়বেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। প্রথমে চেলসির নাম শোনা গেলেও তার স্বপ্নের ক্লাব বার্সেলোনাতেই যোগ দিতে পারেন এই তারকা। তাকে দলে নিতে ৬৩ মিলিয়ন পাউন্ড খরচ করতে হবে বার্সেলোনাকে।

সম্প্রতি টিভি স্বত্ব বিক্রি করে দল-বদলের জন্য অর্থ সংগ্রহ করেছে বার্সেলোনা। এরপরেই রাফিনহাকে দলে নিতে উঠে পড়ে লেগেছে কাতালানরা। এর আগে অবশ্য তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছিল চেলসি। কিন্তু সেই আলোচনা ভেস্তে গিয়েছিল রাফিনহার অনাগ্রহের কারণে।

শৈশবের স্বপ্নের ক্লাব বার্সেলোনায় যোগ দিতে দিতে মরিয়া হয়ে আছেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা। শেষ পর্যন্ত ক্লাবটিতেই যোগ দিতে যাচ্ছেন তিনি। এমনটিই জানিয়েছে ইংলিশ বিভিন্ন গণমাধ্যম।

রাফিনহাকে দলে নিতে বার্সেলোনার প্রাথমিক খরচ ৫৫ মিলিয়ন পাউন্ড। বিভিন্ন বোনাসসহ লিডসকে দিতে হবে ৬৩ মিলিয়ন ইউরো। রাফিনহাকে পেতে পুরোটাই দিতে রাজি স্প্যানিশ ক্লাবটি।

২০২০ সালে ফরাসি ক্লাব রেনেস থেকে লিডস ইউনাইটেডে যোগ দিয়েছিলেন রাফিনহা। সর্বশেষ দুই মৌসুমে ইংলিশ ক্লাবটির হয়ে ৬৭ ম্যাচ করেছেন ১৭ গোল। এছাড়াও ব্রাজিলের জার্সিতেও হয়ে উঠেছেন নিয়মিত মুখ।

এদিকে রাফিনহাকে না পেলেও ম্যানচেস্টার সিটি থেকে রহিম স্টার্লিংকে নেওয়ার বিষয়টি চূড়ান্ত করে ফেলেছে চেলসি। শুধু রহিম স্টার্লিং না ডিফেন্ডার নাথান আকেকেও দলে ভেড়ানোর বিষয়টিও প্রায় চূড়ান্ত করে ফেলেছে তারা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

বার্সেলোনার নতুন নম্বর আট পেদ্রি

বার্সেলোনার নতুন নম্বর আট পেদ্রি

দেম্বেলেকে নিজেদের খেলোয়াড় বলে স্বীকার করেন না বার্সা সভাপতি

দেম্বেলেকে নিজেদের খেলোয়াড় বলে স্বীকার করেন না বার্সা সভাপতি

অবসরে থাকা পিকেকে বিশ্বকাপ দলে চান স্পেন কোচ

অবসরে থাকা পিকেকে বিশ্বকাপ দলে চান স্পেন কোচ

হুয়ান গ্যাম্পার ট্রফিতে বার্সার প্রতিপক্ষ মেক্সিকান ক্লাব পুমাস

হুয়ান গ্যাম্পার ট্রফিতে বার্সার প্রতিপক্ষ মেক্সিকান ক্লাব পুমাস