অস্ট্রেলিয়ান কোচের এ কেমন সিদ্ধান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৯ এএম, ২৩ নভেম্বর ২০১৭
অস্ট্রেলিয়ান কোচের এ কেমন সিদ্ধান্ত

অস্ট্রেলিয়া ফুটবলকে বিশ্বকাপে পৌছে দিয়েই দায়িত্ব ছাড়লেন জাতীয় দলের প্রধান কোচ এনজি পস্তেকোগলু। আর ফলে রাশিয়া বিশ্বকাপের আগে নতুন কোচ নিয়োগের জন্য মাত্র কয়েকমাস সময় পেল অস্ট্রেলিয়া।

৫২ বছর বয়সি অস্ট্রেলিয়ার এই কোচ দায়িত্ব ছাড়ার কোন কারণ ব্যাখ্যা করেননি। যদিও তার পদত্যাগের জল্পনাকল্পনা বেশ আগে থেকেই শুরু হয়েছিল। ৫ বছরের চুক্তির মেয়াদ শেষ করে অসি কোচের এই আবেগঘন বিদায়টি বিশ্বকাপগামী এশীয় চ্যাম্পিয়নদের কিছুটা বিপাকেই ফেলে দিয়েছে।

কারণ আগামী জুন ও জুলাই মাসে রাশিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপে আগের তুলনায় ভালো করার প্রত্যাশা করছিল দলটি। ২০১৪ সালের বিশ্বকাপে গ্রুপ পর্বের তিন ম্যাচেই পরাজিত হয়েছিল অস্ট্রেলিয়া।

জাতীয় দল ছেড়ে দেয়া পস্তেকোগলু তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা না জানালেও কোন একটি ক্লাবের দায়িত্ব গ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে। তার মতে এটিই দল ছেড়ে দেয়ার সঠিক সময়।

সিডনিতে এক সংবাদ সম্মেলনে সকারুস কোচ বলেন, ‘বিশাল একটি চুক্তির মেয়াদ শেষ করে আমি জাতীয় দলের সঙ্গে দীর্ঘ পথ পরিক্রমার ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। এটি আমার জীবনের সবচেয়ে কঠিনতম সিদ্ধান্ত।’


শেয়ার করুন :


আরও পড়ুন

এগিয়ে থেকেও ড্রয়েই তৃপ্ত লিভারপুল

এগিয়ে থেকেও ড্রয়েই তৃপ্ত লিভারপুল

শীর্ষস্থান নিজেদের দখলেই রাখলো ম্যান সিটি

শীর্ষস্থান নিজেদের দখলেই রাখলো ম্যান সিটি

রোনালদো-বেনজেমার জোড়া গোলে রিয়ালের দাপট

রোনালদো-বেনজেমার জোড়া গোলে রিয়ালের দাপট

নাক ভেঙে গেছে রামোসের!

নাক ভেঙে গেছে রামোসের!