রাশিয়াকে বিদায় দিয়ে সেমিতে ক্রোয়েশিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০২ এএম, ০৮ জুলাই ২০১৮
রাশিয়াকে বিদায় দিয়ে সেমিতে ক্রোয়েশিয়া

প্রথমে ১-০ গোলে এগিয়ে যাওয়া, এরপর বিরতির আগে ও পরে দুই গোল হজম করে ২-১ এ পিছিয়ে যাওয়া স্বাগতিক রাশিয়া ২-২ গোলে সমতায় ফিরে খেলার অতিরিক্ত সময়ে। তবুও শেষ রক্ষা হলো না, টাইব্রেকারে ক্রোয়েশিরার কাছে হেরে নিজ দেশে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপ থেকে বিদায় নিলো রাশিয়া। স্বাগতিকরা এখন হয়ে গেল শুধুই দর্শক।

আক্রমণ-প্রতিআক্রমণে ক্রোয়েশিয়া-রাশিয়ার ম্যাচের শুরু থেকেই ছড়ানো ছিল রোমাঞ্চ। খেলার ৩১ মিনিটে ভিয়ারিয়াল মিডফিল্ডার চেরিশেভ যে শট নিলেন তা চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না সুবাসিচের। বিশ্বকাপে নিজের চতুর্থ গোলে উচ্ছ্বাসে মাতান গ্যালারি ভরা রাশিয়ার দর্শক।

তবে জবাব দিতে বেশি দেরি করেনি ক্রোয়েশিয়া। ম্যাচের ৩৯ মিনিটে বাঁ দিক থেকে মারিও মানজুকিচের দারুণ ক্রসে হেডে বল জালে পাঠান হফেনহাইম ফরোয়ার্ড ক্রামারিচ। ফেরেন ১-১ সমতায়।

বিরতির পর লুকা মদ্রিচের পায়ে সূচনা হওয়া একের পর এক আক্রমণ রুখে যায় রাশিয়া। ৫৯ মিনিটে ডি-বক্সের জটলায় বল পেয়ে ইভান পেরিসিচের নেওয়া নিচু শট আকিনফিভকে ফাঁকি দিলেও পোস্টের ভেতরের অংশে লেগে ফিরে গেলে বেঁচে যায় রাশিয়া। এছাড়া দ্বিতীয়ার্ধে রক্ষণাত্মক খেলে পাল্টা আক্রমণে জোর দেয়া রাশিয়া প্রথম ভালো সুযোগটা পায় ৭২ মিনিটে। বদলি হিসেবে নামা ফরোয়ার্ড ফেদর স্মলভের হেড ক্রসবারের উপর দিয়ে যায়।

Russia
বিশ্বকাপ থেকে নিশ্চিত বিদায়ের পর রাশিয়া ফুটবলারদের হতাশা

অতিরিক্ত সময়ে দশম মিনিটে কর্নারে ডিফেন্ডার ভিদার লাফিয়ে ওঠা হেডে বল কয়েকজন ডিফেন্ডার আর আকিনফিভকে এড়িয়ে জালে জড়ালে জয় দেখছিল ক্রোয়েশিয়া। তবে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে রাশিয়া ফ্রি-কিক থেকে লাফিয়ে হেডে সমতা ফেরান ফের্নান্দেস। ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে স্মলভের প্রথম শটই ঠেকিয়ে দেন সুবাসিচ। মিডফিল্ডার ব্রজোভিচ ফাঁকি দেন আকিনফিভকে। রাশিয়ার দ্বিতীয় শট নিতে এসে ভুল করেননি মিডফিল্ডার আলান জাগোয়েভ। এরপর আকিনফিভ ফিরিয়ে দেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার কোভাসিচের শট।

ফের্নান্দেসের সেই পোস্টের বাইরে মারা শট। রিয়াল মাদ্রিদের আরেক মিডফিল্ডার লুকা মদ্রিচের শট পোস্টে লেগে জালের ভেতরেই থাকায় এগিয়ে যায় ক্রোয়েশিয়া। ডিফেন্ডার সের্গেই ইগনাশেভিচ রাশিয়ার চতুর্থ শটে গোল করেন।

পঞ্চম শটে দালের কুজিয়ায়েভ টিকিয়ে রাখেন স্বাগতিকদের আশা। তবে বার্সেলোনার মিডফিল্ডার ইভান রাকিতিচ ঠাণ্ডা মাথায় বল জালে পাঠিয়ে ভাঙেন স্বাগতিকদের স্বপ্ন। রাশিয়াকে বিদায় দিয়ে ক্রোয়েশিয়া চলে যায় মেষ চারে।


শেয়ার করুন :


আরও পড়ুন

সুইডেনকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

সুইডেনকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

রাশিয়ার প্রেমে পড়েছে গোটা বিশ্ব

রাশিয়ার প্রেমে পড়েছে গোটা বিশ্ব

দল নয়, নেইমারে অবাক তিতে

দল নয়, নেইমারে অবাক তিতে

বিশ্বকাপ থেকে বিদায়ে দায়িত্ব ছাড়ছেন জাপানের কোচ

বিশ্বকাপ থেকে বিদায়ে দায়িত্ব ছাড়ছেন জাপানের কোচ