হালান্ডের জোড়া গোল, ম্যানসিটির দারুণ শুরু

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০২ পিএম, ১২ আগস্ট ২০২৩
হালান্ডের জোড়া গোল, ম্যানসিটির দারুণ শুরু

সাড়া জাগানো পারফর্মেন্সের মাধ্যমে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করলেন আর্লিং হালান্ড। প্রমোটি বার্নলির বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পাওয়া ম্যাচে দুই গোল করেছেন নরওয়েজিয়ান এ তারকা।

শুক্রবার (১১ আগস্ট) দিনগত রাতে প্রথমার্ধে হাান্ডের দুই গোলের পর সিটির হয়ে শেষ গোলটি করেন রড্রি। এর মধ্যমে পূর্ণ পয়েন্ট নিয়ে টানা চতুর্থ শিরোপা জয়ের লক্ষ্যে ইংলিশ ফুটবলের শীর্ষ লিগের নতুন মিশন শুরু করল পেপ গার্দিওলার শিষ্যরা।

ক্লাবে যোগ দেওয়ার পর গত মৌসুমেই সিটির হয়ে ৫২ গোল করেছেন হালান্ড। প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপ জয়ের মাধ্যমে ম্যানচেস্টার সিটির ট্রেবল জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন হালান্ড। শুক্রবারের ম্যাচ শুরুর তিন মিনিট পরেই গোল করে সিটিজেনদের এগিয়ে দেন ২৩ বছর বয়সি হালান্ড। রড্রির ক্রসের বল চতুর্থ মিনিটে দারুণ দক্ষতায় জালে জড়ান তিনি।

বিরতিতে যাওয়ার ৯ মিনিট আগে দুর্দান্ত শটে বল জালে পাঠিয়ে সিটিজেনদের দ্বিগুণ ব্যবধানে এগিয়ে দেন হালান্ড। বিরতির পর অবশ্য সাময়িকভাবে সফরকারী সিটিজেনদের কিছুটা চাপে ফেলে দিয়েছিল স্বাগতিক বার্নলি। তবে কোন রকম অঘটনের শিকার হতে হয়নি পেপ গার্দিওলার শিষ্যদের।

ম্যাচের শেষভাগে আবারও পরিকল্পিত আক্রমণের মাধ্যমে নিজেদের আধিপত্য পুণরুদ্ধার করে ম্যানসিটি। শেষ বাঁশি বাজার ১৫ মিনিট আগে ফ্রি কিক থেকে গোল করে ম্যানসিটিকে নিরাপদ দূরত্বে পৌঁছে দেন রড্রি।

তবে সিটির ম্যাচ জয়ের রাতে হতাশার খবর অধিনায়ক কেভিন ডি ব্রুইনার ইনজুরি। হ্যামস্ট্রিংয়ের ইনজুরি কাটিয়ে সদ্য মাঠে ফেরা বেলজিয়ান ওই তারকা প্রথমার্ধের মাঝপথেই ফের ইনজুরির কবলে পড়েছেন। নতুন করে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে কয়েক সপ্তাহের জন্য তাকে মাঠের বাইরে কাটাতে হবে।


শেয়ার করুন :